২০১৬ সালে সিলেটের কাজলশাহ এলাকায় ইসকন ও মুসল্লীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বাতি - উইকিপিডিয়া২০১৬ সালে সিলেটের কাজলশাহ এলাকায় ইসকন ও মুসল্লীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর মিডিয়ায় একচেটিয়া দোষ দেয়া হয় মুসলমানদের। পুলিশ ঐ সময় ইসকনের পক্ষ নিয়ে মসজিদের ভেতরে নামাজরত মুসল্লীদের উপর গুলি চালায়। এসময় অনেক মুসল্লী আহত হয়। ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর চলে গণগ্রেফতার ও মুসলমান নির্যাতন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য ঐ সময় সমস্ত মিডিয়া একপাক্ষীক ইসকনের পক্ষে লিখলেও আসলে সংঘর্ষ কেন হয়েছিলো সেটা নিয়ে কেউ অনুসন্ধান করে নাই।
ঐ সময় মসজিদের ইমাম সাহেব, এলাকার স্থানীয় মুরব্বী, মুসল্লী ও নেতাদের বক্তব্য নিয়ে ভিডিওটি আপলোড দিলাম, যা ইউটিউবে ‘খড়িমাটি মিডিয়া’ নামক একটি চ্যানেল থেকে সংগৃহিত।
https://www.facebook.com/NoyonChatterjee66/videos/705586956593811/?t=12