একটা জিনিস জানার ছিলো-

বন - বাংলা অভিধানে বন এর সংজ্ঞা ও ...
একটা জিনিস জানার ছিলো-
ইসলামে ফতওয়া কি বাস্তবতার উপর ভিত্তি করে দিতে হয়, নাকি নাকি সম্ভবনার উপর দেয়া যায়?
মানে-
মহামারী আক্রান্ত এলাকায় ধরলাম মসজিদে যাওয়া নিরুৎসাহিত করা যায়।
কিন্তু যদি মহামারী আক্রান্ত এলাকা না হয়, তবে কি মসজিদে যাওয়া নিরুৎসাহিত করা যায় ?
আরো সহজ ভাষায় বললে, বাংলাদেশে যে করোনা মহামারী আকান্ত হয়েছে তার প্রমাণ কি ?
মহামারী মানে তো কোন এলাকায় ১০ হাজার, ২০ হাজার লোকের লাশ পড়ে থাকবে,
বাংলাদেশে কি করোনায় হাজার হাজার মানুষের লাশ পড়ছে ???
কিন্তু বাংলাদেশে লাশ তো দূরের কথা, অসুস্থ রোগীই নেই।
হাসপাতালগুলো গড়ের মাঠ।
তাহলে কোন হিসেবে বাংলাদেশকে মহামারী আক্রান্ত এলাকা হিসেবে বিবেচনা করা হলো ?
এবং সেই বিবেচনার উপর ভিত্তি করে মসজিদে আসতে নিরুৎসাহিত করে ফতওয়া দেয়া দেয়া হয়ে গেলো।
মহামারী আক্রান্ত এলাকায় যেতে ধর্মে নিষেধ করা হয়েছে বুঝলাম,
কিন্তু মসজিদ কিভাবে মহামারী আক্রান্ত এলাকা হলো, সেটা আমার মাথায় আসছে না ?
মসজিদে বা তার আসার রাস্তায় কি লাশের সারি পড়ে আছে?