সব কিছু বন্ধ, বাসায় সবাই বন্দি,
কেউবা বাড়ির দরজায় তালা মেরে গ্রামের বাড়িতে।
কিন্তু কথিত লক ডাউনের মধ্যে আপনার সহায়-সম্পত্তি কি সত্যিই নিরাপদ ??
খবরগুলো গত ২৪ ঘন্টার-
কেউবা বাড়ির দরজায় তালা মেরে গ্রামের বাড়িতে।
কিন্তু কথিত লক ডাউনের মধ্যে আপনার সহায়-সম্পত্তি কি সত্যিই নিরাপদ ??
খবরগুলো গত ২৪ ঘন্টার-
১) গাজীপুরের শ্রীপুরে জমজম স্পিনিং মিলে আগুন
(https://bit.ly/2QOXG09)
২) পটিয়ায় মশার কয়েল কারখানায় আগুন
(https://bit.ly/2Je6FDO)
৩) সিদ্ধিরগঞ্জে সাত ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা
(https://bit.ly/2QLFG6Q)
৪) ফরিদপুরে আগুনে পুড়ল ২১ দোকান, ২ কোটি টাকার ক্ষতি
(https://bit.ly/2Uz5pQW)
৫) চাঁদপুর প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড
(https://bit.ly/2wwaO3o)
৬) নীলফামারীতে অগ্নিকাণ্ড: লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
(https://bit.ly/2xuKLJG)
৭) রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ১০ দোকান
(https://bit.ly/2R2zNlZ)
৮) লাকসামে ভয়াবহ আগুনে দোকান ঘর পুড়ে ছাই
(https://bit.ly/33KCWfh)
৯) কুষ্টিয়ার বটতৈলে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, নগদ টাকাসহ বাড়ি ঘর পুড়ে ছাই
(https://bit.ly/3bt82dT)
১০) সোনারগাঁয়ে চুরি শেষে বসত ঘরে আগুন দিল চোরেরা
(https://bit.ly/33Rerx4)
(https://bit.ly/2QOXG09)
২) পটিয়ায় মশার কয়েল কারখানায় আগুন
(https://bit.ly/2Je6FDO)
৩) সিদ্ধিরগঞ্জে সাত ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা
(https://bit.ly/2QLFG6Q)
৪) ফরিদপুরে আগুনে পুড়ল ২১ দোকান, ২ কোটি টাকার ক্ষতি
(https://bit.ly/2Uz5pQW)
৫) চাঁদপুর প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড
(https://bit.ly/2wwaO3o)
৬) নীলফামারীতে অগ্নিকাণ্ড: লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
(https://bit.ly/2xuKLJG)
৭) রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ১০ দোকান
(https://bit.ly/2R2zNlZ)
৮) লাকসামে ভয়াবহ আগুনে দোকান ঘর পুড়ে ছাই
(https://bit.ly/33KCWfh)
৯) কুষ্টিয়ার বটতৈলে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, নগদ টাকাসহ বাড়ি ঘর পুড়ে ছাই
(https://bit.ly/3bt82dT)
১০) সোনারগাঁয়ে চুরি শেষে বসত ঘরে আগুন দিল চোরেরা
(https://bit.ly/33Rerx4)
উল্লেখ্য মেক্সিকোতে করোনার কারণে সব কিছু বন্ধ ঘোষণা করায় সুপার মার্কেটগুলোতে লুটপাট চলতেছে। দোকান ভেঙ্গে লুণ্ঠনকারীরা সব লুটে নিয়ে যাচ্ছে। (https://bit.ly/2wsBylj)
একটা জিনিস আপনাকে মানতেই হবে, মানুষকে বাচতে হলে খেতে হবে। আপনি তাকে খাদ্য ছাড়া ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারবেন না। বাংলাদেশে ৭ কোটি লোক দিনমজুর, দিনে আনে দিন খায়। আপনি তাদের কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সামান্য কিছু সময় রাস্তায় আসা-যাওয়া বন্ধ করে রাখতে পারেন, কিন্তু ২৪ ঘন্টা তাদের সম্পত্তি বাড়িঘরে তো পাহাড়া বসাতে পারেন না। পারবেন না তাদের পেটের ক্ষুদা, সন্তানের কান্না আটকে রাখতে। একটা সময় সেগুলো দেখে অনেকে বাধন ছাড়া হবেই। হয়ত কেউ চুরি করবে, কেউ ডাকাতি করবে, কেউবা চুরি শেষে আগুন ধরিয়ে সেটাকে অগ্নিকাণ্ড হিসেবে চালিয়েও দিবে। এটাতো গেলো সাধারণ মানুষের কথা। কিন্তু যারা ক্ষমতাবান চোর-ডাকাত, তারাও যে লকডাউনের সুযোগ নিবে না, এটা কিভাবে নিশ্চিত হলেন ? মনে রাখবেন, দেশে সবাই ব্যস্ত এখন করোনা নিয়ে, আপনি গৃহবন্দি, আপনার সম্পদ কে লুট করলো, কে আগুন দিলো, কে তার খবর রাখে ? বর্তমান পরিস্থিতিতে সবকিছু ধামাচাপা দেয়া খুব সোজা।