বুয়েট শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি-
আপনাদের বুয়েটের অনেক বড় ভাই বিভিন্ন ফোন কোম্পানিতে চাকুরী করে। তাদের মাধ্যমে খবর নেন-
অমিত সাহা যে মোবাইল নম্বরটি ব্যবহার করে সেটা ঘটনার দিন কি বুয়েটের আশেপাশের কোন মোবাইল টাওয়ার নেটওয়ার্কের অধীনে ছিলো, নাকি ১ দিন আগ থেকে শাহজাহানপুর এলাকার মোবাইল টাওয়ার নেটওয়ার্কের আওতায় ছিলো। তাহলেই বের হবে অমিত সাহা সত্য বলছে না মিথ্যা বলছে।
তখন আর ঘটনার জন্য আপনাদের স্বাক্ষী হতে হবে না, প্রযুক্তি বলে দেবে, অমিত সাহার অবস্থান।
পাশাপাশি তার কললিস্টটাও সংগ্রহ করে রাখেন। সেটা দিয়েও অনেক গোপন জিনিস বের হতে পারে।
বিষয়টি আবরার হত্যার মূল রহস্য উন্মোচনে জরুরী-
কারণ খুনী হয়েও মানুষকে ভুল বুঝিয়ে বেচে যেতে পারে কোন কোন খুনি।
কারণ খুনী হয়েও মানুষকে ভুল বুঝিয়ে বেচে যেতে পারে কোন কোন খুনি।
[মিডিয়া ও কিছু ছাত্রলীগ নেতার মাধ্যমে অমিত প্রচার করছে- সে একদিন আগ থেকেই শাহজাহানপুর ছিলো- https://bit.ly/31521yk]