করোনা নিয়ে বাংলাদেশ সরকারকে শক্ত পদক্ষেপ নিতে বলছে হু।
(https://bit.ly/2xMfjqB)
(https://bit.ly/2xMfjqB)
সড়কমন্ত্রী বলছে- প্রয়োজনে শাট ডাউন, আন্তঃজেলা বাস বন্ধ (https://bit.ly/2UevSmE)
বিশেষ একটি গ্রুপের লোকরাও শাট ডাউন প্রমোট করতেছে এবং আম-পাবলিকও তাদের কথায় হয়ে নাচতেছে।
দেশে পাবলিককে ভয় দেখায় ইতিমধ্যে তারা অঘোষিত জরুরী অবস্থা ঘটায় দিছে তারা,
পাবলিক কেনাকাটা বাড়ায় দেয়ায়, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে।
পাবলিক কেনাকাটা বাড়ায় দেয়ায়, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তেছে।
এতদিন শুনতাম-
ডাক্তাররা নাকি রোগীকে অভয় দেয়, কারণ রোগী যদি ভীত হয়ে যায়, তাহলে নাকি এমনি রোগের মাত্রা কয়েক কয়েকগুন বেড়ে যায়।
অপরদিকে, সাংবাদিকরা নাকি পাবলিককে ভয় দেখায়, কারণ পাবলিক যত ভয় পাবে, তত নাকি তাদের টিআরপি বা প্রচার বাড়বে।
ঘটনা হইলো- মিডিয়ায় সাংবাদিকরা এত প্রচার চালাইছে যে, সাংবাদিকদের ভুত ডাক্তারদের কাধে এসে পড়ছে।
আর ম্যাংগো পাবলিক ভয় পাইয়া নাক দিয়ে এক চিলতে পানি দেইখাই করোনা বলে ধারণা করতেছে। ভয়ে তাদের আত্মা কাবাব। ভয় পাইয়া প্রেসার, ডায়বেটিস সব হাই এমনিতেই আধা মরা হয়ে গেছে। সব মিলায় লেজে গবরে অবস্থা।
কথা হইলো গিয়া,
হু এর কথায় যদি আমাদের ঈমান আনতে হয় আর সাংবাদিকদের কথায় যদি ডাক্তারিবিদ্যা চালাইতে হয়,
তবে কিন্তু দুই গোষ্ঠী আমাদের নাকে রশি দিয়ে ঘুড়াবে। এই ঘুড়ানোটা অনেক দূর যাইতে পারে।
পাবলিক গলায় দড়ি দিয়ে বলবে, আমি ফাসিতে মরতে ভয় পাই না, কিন্তু করোনায় আক্রান্ত হতে ভয় পাই।
হু এর কথায় যদি আমাদের ঈমান আনতে হয় আর সাংবাদিকদের কথায় যদি ডাক্তারিবিদ্যা চালাইতে হয়,
তবে কিন্তু দুই গোষ্ঠী আমাদের নাকে রশি দিয়ে ঘুড়াবে। এই ঘুড়ানোটা অনেক দূর যাইতে পারে।
পাবলিক গলায় দড়ি দিয়ে বলবে, আমি ফাসিতে মরতে ভয় পাই না, কিন্তু করোনায় আক্রান্ত হতে ভয় পাই।
আমি আগেও বলছি, এখনও বলতেছি-
করোনা নিয়ে বিদেশী সম্রাজ্যবাদী সংস্থাদের চাপ অনুসারে কাজ করা ভুল সিদ্ধান্ত এবং তারা অনেক দেশকে এভাবে ধসায় দিছে বাংলাদেশকেও ধসায় দিতে তাদের সময় লাগবে না। সুতরাং বিদেশী সংস্থা ও তাদের এদেশীয় দালালদের পরামর্শ থেকে সাবধান।
করোনা নিয়ে বিদেশী সম্রাজ্যবাদী সংস্থাদের চাপ অনুসারে কাজ করা ভুল সিদ্ধান্ত এবং তারা অনেক দেশকে এভাবে ধসায় দিছে বাংলাদেশকেও ধসায় দিতে তাদের সময় লাগবে না। সুতরাং বিদেশী সংস্থা ও তাদের এদেশীয় দালালদের পরামর্শ থেকে সাবধান।