করোনা আক্রমণের উপর অক্ষাংশের প্রভাব
করোনা ভাইরাস আক্রমণে সাথে অক্ষাংশের গভীর সম্পর্ক লক্ষ্য করা গেছে। অক্ষাংশ হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে যে রেখা কল্পনা করা হয় তাকেই অক্ষাংশ বলে। ইংরেজীতে বলে Latitude।
করোনা ভাইরাস প্রথম আক্রমণ করে চীনের উহান প্রদেশে, যার অক্ষাংশ ৩০ ডিগ্রি। ৩০ ডিগ্রি বরাবর যদি পৃথিবীর মানচিত্রে একটি দাগ কল্পনা করি, তবে আমরা দেখবো, করোনা শাক্তিশালী আঘাত সেই দাগ থেকে শুরু হয়ে ধিরে ধিরে উপরে উঠেছে, কিন্তু নিচে নামেনি, অর্থাৎ করোনার কারণে মৃত্যু হয়েছে উপরের দিকে, কিন্তু নিচের দিকে নামমাত্র করোনা হয়েছে, আর মৃত্যুও নেই বললেই চলে।
যেমন- প্রথম শুরু হয় চীনের উহানে যার অক্ষাংশ ৩০ ডিগ্রি, এরপর ইরান যার অক্ষাংশ ৩২ ডিগ্রি, স্পেন ৪০ ডিগ্রি, ইতালি ৪১ ডিগ্রি, জাপান ৪৩ ডিগ্রি, ফ্রান্স ৪৬ ডিগ্রি, জার্মানি ৫১ ডিগ্রি, স্পেন, যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক) ৪০ ডিগ্রি।
আজকে পর্যন্ত আক্রান্ত মোট দেশের সংখ্যা টেরিটরিসহ ১৯৯টি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৩টি দেশ-ইতালি, স্পেন, চীন, ইরান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া ও সুইডেনের এর হিসেব যদি করি তবে দেখা যাচ্ছে, এই দেশগুলোর মধ্যেই মৃতের সংখ্যা আজ পর্যন্ত ২৬,৯৭৬, যা মোট মৃতের সংখ্যার ৯৫%। এবং এই ১৩টি দেশ ধারাবাহিকভাবে ৩০ ডিগ্রি অক্ষাংশ থেকে শুরু হয়ে ধিরে ধিরে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে।
এছাড়া এখন পর্যন্ত পৃথিবীর মোট মৃতের সংখ্যা প্রায় ৯৭.৫% হয়েছে ৩০ ডিগ্রি বা তার উপরে। আর বাকি মাত্র ২.৫% মৃত্যু হয়েছে ৩০ ডিগ্রির নিচে। অথচ ৩০ ডিগ্রির নিচের এলাকাগুলোতেই পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল এলাকাগুলো অবস্থিত এবং সেখানে মানুষ ঘিঞ্চি পরিবেশে বাস করে। তাই ছোয়াচে রোগ হিসেবে ৩০ ডিগ্রির নিচের এলাকাগুলোতে মৃত্যু হওয়ার কথা ছিলো বেশি, কিন্তু এখানে ঘটনা ঘটেছে ঠিক উল্টো।
উল্লেখ্য বাংলাদেশ অক্ষাংশ ২৩.৬ ডিগ্রি, যা ৩০ এর নিচে। ফলে বাংলাদেশ অনেকটাই নিরাপদ অবস্থায় আছে।