ডেমোক্র্যাটিক ব্লকের ফান্দে পইরা পাবলিক নিজেই ভীতিকে বরণ কইরা নিছে। এবার নিজেদের বানানো ফাদে নিজেরাই ধরা খাবে। আমি মানুষ খারাপ হইতে পারি, কিন্তু সত্য কথাটা আগে বলার চেষ্টা করি, দেমাগ ধরে রাখি না। তবে এটা ঠিক আমি গত কয়েকদিন ধরে খুব অসুস্থ। আমার এমন অবস্থা গেছে যে, আমাকে ডাক্তার কমপ্লিট রেস্ট নিতে বলছে। তারপরও দেশ ও জাতির স্বার্থে এত অসুস্থ শরীর নিয়েও বিস্তারিত না লিখে শুধুমাত্র মেসেজটা ছড়ায় দিছি, যেন অন্তত পাবলিক সতর্ক হইতে পারে, ওদের ফাঁদে পা না দেয়। এখন অবস্থা ভালো না, স্ক্রিনের দিকে তাকাতে কষ্ট হয়। যাই হোক- ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থা বন্ধ, চিকিৎসা ব্যবস্থা ধসে যাওয়ার অবস্থা। বাকি রইলো শুধু খাদ্য ব্যবস্থা। পাবলিক ভীতি হইয়া যেভাবে পণ্যদ্রব্য মজুদ করা শুরু করছে, তাতে সেটারও বারোটা বাজবে নিশ্চিত থাকুন। ১ সপ্তাহ পর হিসেব মিলাইয়েন, করোনায় কয়জনের ক্ষতি হইলো, আর ভীতিতে কয়কজনের ক্ষতি হইলো। তারপরে বুঝবেন, আসলেই দেশের ভালো চায় কে ?
আমি আবার বলছি, করোনার বিরুদ্ধে কাজ হইলো মাত্র দুইটা- ১- বিদেশ থেকে আগতদের ভালোভাবে চেকআপ-নজরদারী করা এবং ২- বাসায় বয়স্কদের সাবধানে রাখা। শুধু এই দুইটা কাজ করেন, এর বেশি কিছু করার দরকার নাই। অমুক-তমুক বন্ধ করতে যাইয়েন না, এতে হিতে আরো বিপরীত হবে। (https://bit.ly/2WkLisd)
আমি আবার বলছি, করোনার বিরুদ্ধে কাজ হইলো মাত্র দুইটা- ১- বিদেশ থেকে আগতদের ভালোভাবে চেকআপ-নজরদারী করা এবং ২- বাসায় বয়স্কদের সাবধানে রাখা। শুধু এই দুইটা কাজ করেন, এর বেশি কিছু করার দরকার নাই। অমুক-তমুক বন্ধ করতে যাইয়েন না, এতে হিতে আরো বিপরীত হবে। (https://bit.ly/2WkLisd)
ছবির খবরের সূত্র: https://bit.ly/2TVN8hG