করোনা গুজব টিকিয়ে রাখতে মিডিয়ার শেষ প্রচেষ্টা-

পৃথিবীর ফুসফুস' আমাজনের গল্পকরোনা গুজব টিকিয়ে রাখতে মিডিয়ার শেষ প্রচেষ্টা-
১) খবরের শিরোনাম-
“এক ঘণ্টায়ও মিলল না অক্সিজেন, শ্বাসকষ্টে অন্তঃসত্ত্বার মৃত্যু”
(https://bit.ly/2wCnkyl)
খবরের ভেতরে-
“ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ কানিজ ফাতেমা তার এমআর করান। সকাল ৭টার দিকে সেখান থেকে তাকে বের করে বেডে দেয়া হয়। এসময় রিপার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। দীর্ঘক্ষণ হাসপাতালের নার্স ও ইন্টার্নদের কাছে অনুরোধ করেও তারা অক্সিজেন দেয়ার ব্যবস্থা করতে পারেননি। প্রায় এক ঘণ্টা পর একটি অক্সিজেন সিলিন্ডার আনা হলেও তার আগেই মৃত্যুবরণ করেন তিনি। ”
মন্তব্য: এমআর করাতে গিয়ে মারা গেছে, কিন্তু শিরোনাম দিয়ে সময়টিভি মৃত্যুকে করোনা বুঝাতে চাইছে।
২) খবরের শিরোনাম-
“কোয়ারেন্টিন শেষ করার পর ইউপি সদস্যের মৃত্যু”
(https://bit.ly/2UsJ3S9)
খবরের ভেতরে- চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ ছিল না; তিনি হৃদরোগে মারা গেছেন। মৃত ইউপি সদস্যের ছেলে আরও জানান, সোমবার সকালে তার বাবা বুকে ব্যথা অনুভব করেন এবং কয়েকবার বমি করেছেন। পরে স্থানীয় পল্লি চিকিৎসককে ডেকে আনলে তিনি মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার তার মিনি স্ট্রোক হয়েছিল বলে জানান তিনি।
মন্তব্য: থার্ড টাইম স্ট্রোক, করোনার লক্ষণ ছিলো না, কিন্তু শিরোনাম দিয়ে করোনা বুঝাতে চাইছে বিডি নিউজ ২৪।
৩) খবরের শিরোনাম-
সুনামগঞ্জে শ্বাসকষ্টে স্ত্রীর মৃত্যু
(https://bit.ly/3dFRilx)
খবরের ভেতরে- সিভিল সার্জন মো. শামছ উদ্দিন জানান, কর্তব্যরত চিকিৎসক তাদের জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন। মৃতের স্বামী জানিয়েছেন, তার দীর্ঘদিন যাবৎ তার স্ত্রী অতি উচ্চ রক্তচাপের রোগী এবং শ্বাসকষ্টে ভোগছিলেন।
মন্তব্য: দীর্ঘদিনের উচ্চরক্ত চাপ আর শ্বাসকষ্টের রোগীকে করোনা বলে চালাতে চাইছে সময়টিভি।
৫) খবরের শিরোনাম-
“‘ভুল করে’ আইসোলেশনে রাখা মুক্তিযোদ্ধার মৃত্যু”
(https://bit.ly/2JovY62)
খবরের ভেতরে- “সোমবার দুপুরে সরেজমিনে হাসপাতলের জরুরি বিভাগে দেখা যায়, সোমবার রাত ২টা ১০ মিনিটে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে করোনাভাইরাসের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়। আইসোলেশন ইউনিটে ভর্তির আধা ঘণ্টা পর মৃত্যু হয় তার।”
মন্তব্য : আধা ঘণ্টার মধ্যে ভাইরাস ধরে মারা গেছে !
৬) খবরের শিরোনাম-
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সর্দি কাশি ও শ্বাসকষ্টে এক ইজিবাইকচালকের মৃত্যু
(https://bit.ly/2vZMUwJ)
খবরের ভেতরে- মৃত ব্যক্তির স্ত্রী জানান, বাসা থেকে হাসপাতালে নেয়ার পথে দুই থেকে তিনবার রক্ত বমিও করেছেন তার স্বামী।
মন্তব্য : রক্তবমি করোনার লক্ষণ নয়।