কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।এন.সি- ৩৫৯

কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
Related image
কিছুক্ষণ আগে আমি বিসিএস পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে ছিলাম।
বলেছিলাম- আমার সন্দেহ হচ্ছে, যারা এই প্রশ্নগুলো যারা করেছে, তাদের সাথে আওয়ামী সরকারের দ্বন্দ্ব আছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিলো,
সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলে অ্যাখ্যায়িত করা হয়?
এর ৪টি সম্ভাব্য উত্তর দেয়া আছে-
ক) ৫ম সংশোধন
খ) ৪র্থ সংশোধন
গ) ৩য় সংশোধন
ঘ) ২য় সংশোধন
আমি নিজেও জানি না, এর সঠিক উত্তর কোনটি। আপনাদের কাছে প্রশ্ন করছি, দয়া করে আপনারা এর সঠিক উত্তরটি বলে দিন।
তবে আমি নিজে কিছু চিন্তা করেছি। আমার চিন্তা হলো-
first distortion of constitution শব্দের অর্থ হলো সংবিধানের প্রথম বিকৃতি।
সংবিধানের প্রথম বিকৃতি হয়েছে কবে ?
৪র্থ সংশোধনী বা বঙ্গবন্ধুর বাকশালের প্রতিষ্ঠার মাধ্যমে ? নাকি
নাকি জিয়াউর রহমানের করা ৫ম সংশোধনীর মাধ্যমে।
যেহেতু প্রথম বিকৃতি’র কথা বলা হয়েছে, তাই ৪র্থ সংশোধন হওয়ার সম্ভবনা বেশি।
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদকের লেখা ৩রা আগস্ট, ২০১৭ তারিখের একটি প্রতিবেদন, যার শিরোনাম-
“সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ : চতুর্থ সংশোধনী ছিল সংবিধান পরিপন্থী” (https://bit.ly/2IYA6vn)
এই রিপোর্টটি দেখে আমার মনে হয়েছে, আজকে বিসিএস প্রশ্নের উত্তর হবে- ৪র্থ সংশোধন।
তারমানে শেষ পর্যন্ত দাড়ালো,
আজকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে-
সংবিধানের প্রথম বিকৃতি করেছেন কে ?
উত্তর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।