আজ থেকে ৪দিন আগে হঠাৎ দৈনিক যুগান্তরে একটা খবর দেখে আমার খটকা লাগে-
খবরের শিরোনাম-
“মালিবাগে রেললাইন ঘেঁষে কাঁচা বাজার, বড় দুর্ঘটনার আশঙ্কা”
খবরের ভেতরে যাই থাকুক, মূল কথা হলো-
মালিবাগ রেলগেট ঘেষে বিশাল কাঁচা বাজার গড়ে উঠেছে, এই বাজার আসলে রাস্তার অপরপার্শ্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত কাঁচাবাজারের সমিতি-ই টাকা খেয়ে বসতে দিয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কাঁচাবাজারের অবস্থাও ভালো না, জরাজির্ণ……ইত্যাদি ইত্যাদি”
(https://bit.ly/2UJhoOD)
খবরের শিরোনাম-
“মালিবাগে রেললাইন ঘেঁষে কাঁচা বাজার, বড় দুর্ঘটনার আশঙ্কা”
খবরের ভেতরে যাই থাকুক, মূল কথা হলো-
মালিবাগ রেলগেট ঘেষে বিশাল কাঁচা বাজার গড়ে উঠেছে, এই বাজার আসলে রাস্তার অপরপার্শ্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত কাঁচাবাজারের সমিতি-ই টাকা খেয়ে বসতে দিয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের কাঁচাবাজারের অবস্থাও ভালো না, জরাজির্ণ……ইত্যাদি ইত্যাদি”
(https://bit.ly/2UJhoOD)
পুরো খবর পড়ে যেটা বুঝলাম, যে লোক রিপোর্ট করেছে, তার উদ্দেশ্য ঐ এলাকায় ঐ কাঁচাবাজারগুলো না থাকুক, সেটা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে হোক বা রেললাইন ঘেষে হোক। এবং সে এও জানে না, ঐ বাজারগুলো স্থানীয় নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের কত উপকারে লাগে।
এরপর আমি নিউজখানার সাংবাদিকের নামের দিকে চোখ বুললাম। নাম দেখি ‘একেএম সীমান্ত’।
সীমান্ত সাহেবের পরিচয় খুঁজতে এবার সার্চ দিলাম। পেলাম-
তার পুরো নাম খোরশেদ আলম ভুইয়া। দৈনিক যুগান্তরে রাজধানী পাতায় খবর দেয়। তার সাথে নাকি ভারতের সিনেমা ও নাটক জগতের সাথে গভীর সম্পর্ক আছে। ভারতের অন্যতম ফিল্ম নির্মাণকারী মিডিয়া প্রতিষ্ঠান ক্যাথারসীস মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছে সে। সাংবাদিক সীমান্ত সাহেব ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্ব ও পরিচালনা বিষয়ে দেড়যুগ পূর্বে উচ্চতর শিক্ষা গ্রহন করে।
(https://bit.ly/2GjKhXL)
সীমান্ত সাহেবের পরিচয় খুঁজতে এবার সার্চ দিলাম। পেলাম-
তার পুরো নাম খোরশেদ আলম ভুইয়া। দৈনিক যুগান্তরে রাজধানী পাতায় খবর দেয়। তার সাথে নাকি ভারতের সিনেমা ও নাটক জগতের সাথে গভীর সম্পর্ক আছে। ভারতের অন্যতম ফিল্ম নির্মাণকারী মিডিয়া প্রতিষ্ঠান ক্যাথারসীস মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছে সে। সাংবাদিক সীমান্ত সাহেব ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্ব ও পরিচালনা বিষয়ে দেড়যুগ পূর্বে উচ্চতর শিক্ষা গ্রহন করে।
(https://bit.ly/2GjKhXL)
যাই হোক, সীমান্ত সাহেব তো আর এমনি এমনি নিউজ করে নাই, তাকে দিয়ে কেউ নিউজ করাইছে, যে চায় না এ এলাকায় উন্মুক্ত কাঁচাবাজার থাকুক, সেটা যেমনই হোক।
কিছুক্ষণ আগে খবরে দেখলাম, মালিবাগ কাঁচাবাজারে আগুন ধরছে।
খুব ভালো কথা। আগুন যত ধরবে, ধরে নিবেন দেশ তত বেশি লস অ্যাঞ্জেলস আর প্যারিস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগুন নিয়ে রাজনীতি করার কিছু নাই, এগুলো উন্নয়ন কাজ বেগবান হওয়ার অংশ।
খুব ভালো কথা। আগুন যত ধরবে, ধরে নিবেন দেশ তত বেশি লস অ্যাঞ্জেলস আর প্যারিস হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাই আগুন নিয়ে রাজনীতি করার কিছু নাই, এগুলো উন্নয়ন কাজ বেগবান হওয়ার অংশ।
এবার একটু কষ্ট করে আমার পোস্টের ছবির দিকে তাকান।
ছবিটা গুগল স্ট্রিট ভিউ থেকে ২০১৩ সালে তোলা। বাম অংশে যে ভবনটা দেখতে পাচ্ছেন, সেটা মালিবাগ সুপার মার্কেট আর ডান পাশে মালিবাগ কাঁচা বাজার। দুটোই দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে।
ছবিটা গুগল স্ট্রিট ভিউ থেকে ২০১৩ সালে তোলা। বাম অংশে যে ভবনটা দেখতে পাচ্ছেন, সেটা মালিবাগ সুপার মার্কেট আর ডান পাশে মালিবাগ কাঁচা বাজার। দুটোই দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে।
তবে আজকে যখন আগুন লাগলো তখন কিছু ভিডিওতে দেখলাম, মালিবাগ সুপার মার্কেটটা ভেঙ্গে ফেলা হচ্ছে (https://youtu.be/ppV8TyeuWkE, ১:৪৬ সময়ে)।
তারমানে হিসেব খুব সোজা-
বামপাশে মালিবাগ সুপারমার্কেট কংক্রিটের ভবন হওয়ায় তা হাতুড়ি পিটিয়ে ভাঙ্গতে হচ্ছে, কিন্তু ডানপাশে কাঁচাবাজার বেড়া-বাশের হওয়ায় তা আগুন দিয়ে দ্রুত খালি করা হলো। বাহ ! কত সুন্দর পদ্ধতি।
বামপাশে মালিবাগ সুপারমার্কেট কংক্রিটের ভবন হওয়ায় তা হাতুড়ি পিটিয়ে ভাঙ্গতে হচ্ছে, কিন্তু ডানপাশে কাঁচাবাজার বেড়া-বাশের হওয়ায় তা আগুন দিয়ে দ্রুত খালি করা হলো। বাহ ! কত সুন্দর পদ্ধতি।
আমি জানি না, মালিবাগ সুপার মার্কেট ভেঙ্গে আর কাঁচাবাজার আগুন দিয়ে পুড়িয়ে সে স্থানে নতুন কোন অত্যাধুনিক ভবন গড়ার পরিকল্পনা মেয়র সাঈদ খোকনের আছে কি না ?
তবে এটা অবশ্যই বিশ্বব্যাংকের ‘আরবান রিজিলিয়ান্স প্রজেক্ট’ (ইউআরপি) এর আওতায় সরকারের ‘মার্কেট সংস্কার ও পুনঃনির্মাণ মেগা প্রকল্প’ এর অংশ হিসেবেই হচ্ছে, যা বার বার জানান দিচ্ছে কাঁচাবাজার ও পুরাতন শপিং সেন্টারগুলোতে আগুন ধরার মধ্য দিয়ে।
বি: দ্র: মালিবাগ এলাকার কেউ থেকে থাকলে দয়া করে পাশে যে মালিবাগ সুপার মার্কেট ভবন ভাঙ্গা হচ্ছে সেটার স্পষ্ট ছবি তুলে কমেন্টে দেন। আর একটি বিষয় খবর নিয়ে জানান- ভেঙ্গে ফেলা ভবন বা আগুনে পুড়িয়ে দেয়া যায়গায় নতুন করে কি হবে?