উন্নয়নে এবার টার্গেট ‘খেয়াঘাটের মাঝি’

উন্নয়নে এবার টার্গেট ‘খেয়াঘাটের মাঝি’

Image result for নদী
উন্নয়নে এবার টার্গেট ‘খেয়াঘাটের মাঝি’
কর্পোরেটোক্রেসি’র অন্যতম টার্গেট সস্তায় শ্রম। বিদেশী কর্পোরেটরা আসলে আগে চাইবে যত কম মজুরী দিয়ে তারা শ্রম পেতে পারে। এই সস্তায় শ্রম পাওয়ার জন্য টার্গেট করে দেশের সকল স্ব-নির্ভর আয়-উপর্জনের উৎসগুলো নষ্ট করা হবে, যাতে সামান্য টাকার শ্রমিক হওয়ার জন্য মানুস উম্মুখ হয়ে থাকে। মজার ব্যাপার হলো, এই নষ্ট করার যে উপলক্ষগুলো তৈরী হবে সেটাকে প্রকাশ করা হবে ‘উন্নয়ন’র মোড়কে।
গত কয়েকদিন আগে বুড়িগঙ্গায় একটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। নৌকার সাথে সম্ভবত কোন লঞ্চের সংর্ঘর্ষে এটা হয়। সড়ক পথে ৬ জনের মৃত্যু কোন বিষয়-ই নয়, এগুলো অনেকগুলোর খবর মিডিয়াতে আসেই না। কিন্তু বুড়িগঙ্গার ৬ জনের মৃত্যু নিয়ে হঠাৎ মিডিয়া, সরকার ও প্রশাসন এত নাচানাচি করতেছে কেন ? একবার ভেবে দেখেছেন ??
বুড়িগঙ্গার দুই পাড়ে অসংখ্য খেয়াঘাট আছে, যার মাধ্যমে ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যাত্রীরা এপার থেকে ঐ পারে যায়। পুরো বিষয়টির সাথে লক্ষ লক্ষ কর্মসংস্থান জড়িত। কিন্তু সরকার সম্ভবত চাচ্ছে, এগুলো তুলে দিতে, তার বদলে বুড়িগঙ্গার নিচে তৈরী করবে ট্যানেল।
বুড়িগঙ্গার নিচে ট্যানেল হবে, এটা সর্বপ্রথম প্রকাশ করা হয় ২০১৭ সালের ডিসেম্বরে, সাবেক নৌমন্ত্রী শাহজাহান বিষয়টি প্রকাশ করে। (https://bit.ly/2SU8OqF)
তবে এই ট্যানেল হওয়ার বিষয় অনেকের কাছে সুন্দর মনে হলেও লক্ষ লক্ষ খেয়াঘাটের মাঝির কাছে মোটেও সুখকর নয়।
তাছাড়া সরকার বুড়িগঙ্গার তীর ঘেষে যে বিরাট পর্যটন এড়িয়া করতে চাইছে, সরকারের দৃষ্টিতে এই খেয়াঘাটগুলো তার আন্তর্জাতিক মানের পর্যটন এলাকার সৌন্দর্য্য নষ্ট করবে। তাই বুড়িগঙ্গার তীরে যে উচ্ছেদ অভিজান চলতেছে, সেটা মধ্যে খেয়াঘাটগুলোকেও ঢুকিয়ে দিতে চাইছে।
সেই দৃষ্টিকোন থেকে সম্ভবত একটা দুর্ঘটনা নিয়ে এত নাচানাচি এবং মিডিয়া ও প্রশাসনের খেয়াঘাট বিরোধী কথাবার্তা। (https://bit.ly/2Uuq3R8)
আমি আগে একটা কথা বলেছি,
জনগণের জন্য উন্নয়ন, নাকি উন্নয়নের জন্য জনগণ- এটা আগে স্পষ্ট করা উচিত।
যে কথিত উন্নয়নের কারণে লক্ষ লক্ষ স্ব-নির্ভর লোকের কর্মসংস্থান নষ্ট হয়, সেক্ষেত্রে তাদের নতুন কর্মসংস্থান নিয়েও আগে চিন্তা করা দরকার, পুনর্বাসন করা দরকার। কিন্তু সেটা না করে, সরকার কোন একটি ঘটনা মিডিয়ার মাধ্যমে কপচিয়ে জনমত তৈরী করে, সেটাকে পূজি করে গায়ের জোরে দেশের স্বনির্ভর শিল্প ও কর্মসংস্থানগুলো নষ্ট করতে চাইছে, লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। কর্পোরেটদের জন্য সস্তায় শ্রমিক এভেইলএবল করতেছে। তাছাড়া এখন লক্ষ লক্ষ লোক পারাপার হওয়ার টাকা যাচ্ছে দরিদ্র খেয়াঘাটের মাঝিদের কাছে, কিন্তু ট্যানেল বানালে সেই টাকা চলে যাবে বিদেশী কোন কোম্পানি, যারা ট্যানেল নির্মাণে ঋণ দিবে তাদের কাছে।
সরকার বিদেশীদের বিনিয়োগের লোভে পাগল হয়ে গেছে। দেশের স্বনির্ভর লোকদের পথে বসিয়ে দেয়া হচ্ছে, এটা যে নতুন করে ইস্ট ইন্ডিয়ার শাসন আসার লক্ষণ জনগণ কিন্তু সেটা বুঝতেছে না।