ফুড সেফটি অথরিটির মেম্বার মাহবুব কবির মিলন সাহেবের কাছে ৩টি প্রশ্ন-
(১) আজকে আপনি বললেন- চালের মধ্যে সীসা আছে। (https://bit.ly/2VFdIsW)
গত ৩রা মার্চে আপনার প্রতিষ্ঠান ফুড সেফটি অথরিটির রেফারেন্স দিয়ে একই কথা বলে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কিন্তু পরবর্তীতে ১৭ই মার্চ সময় টিভির খবরে ‘ফুড সেফটি অথরিটির কর্মকর্তা’ বলে এ ধরনের কোন পরীক্ষা তারা করেনি, তাদের নামে ভুল খবর ছাপা হয়েছে। একইসাথে ধান গবেষণা ইন্সটিটিউটও বলে, তারা বহুদিন গবেষণা করে দেখেছে ধানের মধ্যে ক্ষতিকর মাত্রায় ক্ষতিকারক ধাতু নেই। (https://youtu.be/98hgC6jl7Aw)
গত ৩রা মার্চে আপনার প্রতিষ্ঠান ফুড সেফটি অথরিটির রেফারেন্স দিয়ে একই কথা বলে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। কিন্তু পরবর্তীতে ১৭ই মার্চ সময় টিভির খবরে ‘ফুড সেফটি অথরিটির কর্মকর্তা’ বলে এ ধরনের কোন পরীক্ষা তারা করেনি, তাদের নামে ভুল খবর ছাপা হয়েছে। একইসাথে ধান গবেষণা ইন্সটিটিউটও বলে, তারা বহুদিন গবেষণা করে দেখেছে ধানের মধ্যে ক্ষতিকর মাত্রায় ক্ষতিকারক ধাতু নেই। (https://youtu.be/98hgC6jl7Aw)
আমার প্রশ্ন হলো- ১৭ই মার্চ আপনার প্রতিষ্ঠান বললো- এ ধরনের কোন পরীক্ষা আপনারা করেন নাই, তাহলে আজকে আপনি ফেসবুকে স্ট্যাটাসে বললেন, চালের মধ্যে সীসা আছে, এটা কার রেফারেন্সে বললেন??
(২) গত ৮ই মার্চ সমস্ত দৈনিক পত্রিকায় রিপোর্ট হইছে, ন্যাশনাল ফুড সেফটি অথরিটি পরীক্ষা অনুযায়ী, তরল দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতে ক্ষতিকারক জীবানু আছে, এই তথ্য হাইকোর্টে দাখিল হইছে। (https://bit.ly/2Juvf5r)
কিন্তু ঐ দিন ফেসবুকে আপনি কমেন্ট করছেন, এই দুধ পরীক্ষা আপনারা (ন্যাশনাল ফুড সেফটি অথরিটি) করেন নাই, এটা করছে আইপিএইচ ল্যাবরেটরি। (https://bit.ly/2QcTeql)
কিন্তু ঐ দিন ফেসবুকে আপনি কমেন্ট করছেন, এই দুধ পরীক্ষা আপনারা (ন্যাশনাল ফুড সেফটি অথরিটি) করেন নাই, এটা করছে আইপিএইচ ল্যাবরেটরি। (https://bit.ly/2QcTeql)
আমার প্রশ্ন হলো- হাইকোর্টে আপনাদের নাম নিয়ে একটা রিপোর্ট দাখিল হলো, মিডিয়ায় প্রচার হলো, কিন্তু আপনি ফেসবুকে কমেন্টে অস্বীকার করলেন, এই পরীক্ষা আপনাদের না। কিন্তু এটা যে আপনাদের রিপোর্ট নয়, জনমনে আপনাদের রেফারেন্সে দেশী দুধ নিয়ে যে ভীতি ছড়ানো হলো, সেটা দূর করতে আপনারা কোন অফিসিয়াল স্টেটমেন্ট গণমাধ্যমে প্রকাশ করেছেন কি না ? যদি না করেন, তবে কেন গুজব রটিয়ে দেশের হাজার কোটি টাকার ডেইরি শিল্পকে হুমকির মুখে ফেলানোকে প্রশ্রয় দিলেন ?
(৩) গত ১৮ই মে আপনি স্ট্যাটাস দিয়েছেন, ময়মানসিংহে দুটি পুকুরের মাছে সীসা পাওয়া গেছে।(https://bit.ly/2HSuZu3
খুব ভালো কথা। কিন্তু কোন ল্যাব টেস্ট করলো, তার নাম কি ? তার প্রকৃত রেজাল্ট কি, সীসার পরিমাণ কত ? ঐ সীসা মুরগী আর মাছের লিভারের কি ক্ষতি করলো, কতগুলো মাছ মুরগী মরলো ? এই সব তথ্য প্রকাশ না করে বলে দিলেন, সারা বাংলাদেশের চাষকৃত মাছের মধ্যে ক্ষতিকারক সীসা আছে।
আমার প্রশ্ন হলো- আপনার ফেসবুক আইডিতে আপনার পরিচয়, আপনি ফুড সেফটি অথরিটির মেম্বার এবং পদ হলো যুগ্ম সচিব। আপনি যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থাকা অবস্থায়, ফেসবুকে এ ধরনের রেফারেন্স বিহীন তথ্য প্রকাশ (যা হাজার কোটি টাকার শিল্পকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনমানুষের মধ্যে কঠিন ভীতি সৃষ্টি করতে পারে) তা কতটুকু গ্রহণযোগ্য ??
খুব ভালো কথা। কিন্তু কোন ল্যাব টেস্ট করলো, তার নাম কি ? তার প্রকৃত রেজাল্ট কি, সীসার পরিমাণ কত ? ঐ সীসা মুরগী আর মাছের লিভারের কি ক্ষতি করলো, কতগুলো মাছ মুরগী মরলো ? এই সব তথ্য প্রকাশ না করে বলে দিলেন, সারা বাংলাদেশের চাষকৃত মাছের মধ্যে ক্ষতিকারক সীসা আছে।
আমার প্রশ্ন হলো- আপনার ফেসবুক আইডিতে আপনার পরিচয়, আপনি ফুড সেফটি অথরিটির মেম্বার এবং পদ হলো যুগ্ম সচিব। আপনি যে দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থাকা অবস্থায়, ফেসবুকে এ ধরনের রেফারেন্স বিহীন তথ্য প্রকাশ (যা হাজার কোটি টাকার শিল্পকে হুমকির মুখে ফেলতে পারে এবং জনমানুষের মধ্যে কঠিন ভীতি সৃষ্টি করতে পারে) তা কতটুকু গ্রহণযোগ্য ??
আশাকরি ৩টি প্রশ্নের উত্তর দেবেন।