২০১৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রসারে ১০ কোটি ডলার অনুদান দেয়। এন.সি-৩৭৩

২০১৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রসারে ১০ কোটি ডলার
 অনুদান দেয়।

Related image
২০১৫ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রসারে ১০ কোটি ডলার অনুদান দেয়।
বর্তমানে সরকারের উপরও বাইরের প্রেসার আছে, কারিগরি শিক্ষা প্রসারে অনুদান ও বৃত্তি দেয়া।
প্রশ্ন হলো- আন্তর্জাতিক মহল কেন চায় বাংলাদেশে কারিগরি শিক্ষার বিস্তার হোক ?
আমার পাঠক মহলের মধ্যে অনেক কারিগরি বোর্ডের শিক্ষার্থী আছে, আমি সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শণ করে বলছি, আমি ব্যক্তিগতভাবে কারিগরি বোর্ড থেকে পাশ করা এক বাঙালী ছেলেকে প্রশ্ন করেছিলাম, “আচ্ছা, কর্পোরেটোক্রেসির দৃষ্টিতে তোমার কি মনে হয়, বিদেশীরা কেন চায় বাংলাদেশে কারিগরি শিক্ষার বিস্তার হোক ?”
সে উত্তরে বলেছিলো, “কারিগরি শিক্ষার বিস্তারের মূল উদ্দেশ্য হতে পারে- এমন একটি শিক্ষিত বেকার শ্রেণী সৃষ্টি করা, যাদের থেকে বিদেশী কর্পোরেটরা কমমূল্যে শ্রম/কাজ নিতে পারবে। অদূর ভবিষ্যতে তাদের প্রচুর পরিমাণে সেই শ্রেণীর তরুণ লাগতে পারে। ”
আমি এখনও নিশ্চিত হতে পারিনি, তার বক্তব্য কতটুকু সত্য বা মিথ্যা। তবে সেটা যাচাই করার জন্য আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করছি-
১) বাংলাদেশে বর্তমানে কারিগরি বোর্ড বা পলিটেকনিকগুলোর শিক্ষার মান কেমন ?
২) কারিগরি শিক্ষা থেকে পাশ করে একটা ছেলের কত দ্রুত চাকুরী/কাজ পায় ?
৩) চাকুরী পেলে তার বেতন কেমন হয় ?
৪) বিশ্বব্যাংক আমাদের যে পথে হাটতে বলতেছে, সেই পথে না হেটে অন্য কোন পথে হাটলে আমাদের যুব সমাজকে আরো বেশি প্রডাকটিভ করা যেতো কি না ?
কমেন্টে আপনাদের থেকে উত্তর আশা করছি।