রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য কেন ?এন.সি- ৩৬৬

রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য 
কেন ?

Image result for সাগর
রমজানে ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য কেন ?
সাধারণত সরকারি অফিস সময় ৮ ঘণ্টা। কিন্তু রোজায় হ্রাস করে সাড়ে ৬ ঘণ্টা করা হয়। এই হ্রাস করার পেছনে একটি ধর্মীয় অনুভূতি কাজ করে। মুসলমানদের শেষ নবী হাদীসে বলেন- “যে ব্যক্তি এ মাসে (রমজান) তার অধিনস্তের বোঝা হালকা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন।”
এ ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে রমজান উপলক্ষে অফিস-আদালতে ‘অফিস টাইম’ অপেক্ষাকৃত হ্রাস করা হয়, যেন রোজাদারদের দৈনন্দিন কাজ অপেক্ষাকৃত সহজ হয়।
এটা তো গেলো অফিস-আদালতের ক্ষেত্রে।
কিন্তু একটা প্রশ্ন জাগে,একজন ছাত্র-ছাত্রীকে স্বাভাবিক রুটিনের তুলনায় যদি পরীক্ষা দেয়া হয়, তবে সেটা কি তার জন্য কঠিন হয় ?
নাকি সহজ হয় ?
অধিকাংশ শিক্ষার্থীর মত, পরীক্ষা দেয়া হলে স্বাভাবিকের তুলনায় প্রেসার বেশি পরে।
তাহলে একজন অফিসকর্মীর রুটিন যদি তুলনামূলক সহজ করে দেয়া হয়,
তাহলে একজন ছাত্র-ছাত্রীর রুটিন কেন কঠিন করে দেয়া হয় ?
কেন ছাত্র-ছাত্রীদের উপর এই বৈষম্য ??
যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডে রমজানে পরীক্ষা-
১) এইচএসসি পরীক্ষা (ব্যবহারিক পরীক্ষাসহ)
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে
৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে
৪) মেডিকেল কলেজগুলোতে
৫) জাতীয় বিশ্ববিদ্যালয় ৪র্থ ও ১ম বর্ষের পরীক্ষা
৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাইন্স এন্ড টেকনোলোজি (গোপালগঞ্জ)
৭) ডিগ্রী ১ম বর্ষের পরীক্ষা
৮) কারিগরী শিক্ষা বোর্ডে পরীক্ষা
৯) আহসানুল্লাহ ইউনিভার্সিটি
১০) আহমেদ উদ্দিন শাহ শিশুনিকেতন, গাইবান্ধা এন্ড গাইবান্ধা সরকারি কলেজ
১১) প্রাইমারী স্কুলে চাকুরীর পরীক্ষা
১২) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৩) সোনারগাও ইউনিভার্সিটি
১৪) খুলনা বিশ্ববিদ্যালয়
১৫) Bangladesh University of Business & Technology (BUBT)
১৬) হাজী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ পরীক্ষা
১৭) ঢাবি অধিভূ্ক্ত সাত কলেজ অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা
১৮) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
১৯) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা
২০) শাবিপ্রবি
২১) ‍চুয়েটে পরীক্ষা
২২) পটুয়াখালি সাইন্স এন্ড টেকনোলোজি
২৩) রাঙ্গামাটি সাইন্স এন্ড টেকনোলোজি
২৪) এলএলবি ১ম পর্ব
২৫) ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ
সংবিধানের ২৮(১) ধারায় বলা আছে, “ কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী,নারী পুরুষ বা জন্মস্থানের কারনে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না।”
রাষ্ট্র যেখানে রমজান মাসে তার কর্মচারিদের দৈনন্দিন কাজ অপেক্ষাকৃত সহজ করে দিচ্ছে, সেখানে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কাজ কেন কঠিন করে দিবে ?
ছাত্র-ছাত্রীদের উপর কেন এই বৈষম্য ? রাষ্ট্রের কাছে জবাব চাই।
Image may contain: outdoor