আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-এন.সি-৩৬০

আজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
Image result for সাগরআজকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কিছু কিছু প্রশ্ন নিয়ে আমার কথা আছে-
১) আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা ? (সুরমা সেট-১২)
২) Alliance যে দেশ ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন (সুরমা সেট-২৩)
৩) সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলা হয়? (সুরমা সেট-২৭)
৪) একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে ? (সুরমা সেট- ৭৩)
৫) তথ্য পাওয়া মানুষের কী ধরনের মৌলিক অধিকার ? (সুরমা সেট-৭৬)
৬) বাংলাদেশে ‘নব নৈতিকতার প্রবর্তক হলেন- (সুরমা সেট-৭৭)
৭) অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হলে- (সুরমা সেট-৮২)
৮) শ্রীলংকার কোন সুমদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হযেছে ? (সুরমা সেট-৯১)
৯) চীন কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে ? (সুরমা সেট -৯৯)
আমার ধারনা, যে বা যারা এই প্রশ্নগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ঢুকিয়েছে, তারা হয় সরকারবিরোধী অথবা তারা সরকারের বর্তমান পলিসির বিরোধী।
আমার কথা হলো- বিসিএস পরীক্ষার প্রশ্নে এ প্রশ্নগুলো ঢুকালো কে কে ? আর এ ধরনের লোক দিয়ে প্রশ্ন করা হলো কেন ? তারা সেখানে ঢুকলোই বা কিভাবে ? এ ব্যাপারে একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করি।