শ্রীলংকার চার্চে হামলার কি কারণ থাকতে পারে ?এন.সি- ৩৮১

শ্রীলংকার চার্চে হামলার কি কারণ 
থাকতে পারে ?

শ্রীলংকার চার্চে হামলার কি কারণ থাকতে পারে ?
Image result for কলমতিনটি ঘটনার মিল পাওয়া যায়-
১) চীনা ঋণে পাকিস্তানের বেলুচিস্তানে গোয়াদার বন্দরের কাজ শুরু হওয়ার পর সেখানে তথাকথিত (ভাড়া করা) স্বাধীনতাকামীদের উত্থান। আত্মঘাতি বোমা হামলাসহ অরাজকতা সৃষ্টি।
২) চীনের ঋণে মায়ানমারের আরাকান প্রদেশের কিয়াকপিউ-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সমুদ্র বন্দরসহ তৈরীর চিন্তাভাবনা চলতেই রোহিঙ্গাদের নাম করে মায়ানামারের সেনাবাহিনীর উপর হামলা। এবং সেই হামলার অজুহাতে রোহিঙ্গাদের তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়া।
৩) চীনের ঋণে হাম্বানটোটা সমুদ্র বন্দর প্রায় শেষ। গত ১ মাস আগে চীন আরো প্রায় ১শ’ কোটি ডলার দিয়েছে সমুদ্রবন্দর, কলোম্বো বিমানমন্দর ও চা উৎপাদন এলাকার মধ্যে নিরবিচ্ছিন্ন সড়ক পথ তৈরীর জন্য। কিন্তু আজকে এর মধ্যে হয়ে গেলো শ্রীলংকার চার্চে বড় ধরনের বোমা হামলা, যেখানে হতাহতের সংখ্যা দেড়শতাধিক।
মূলত চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ পলিসির আন্ডারে ‘মুক্তার মালা’ বা স্ট্রিং অব পালর্সের অন্তর্ভূক্ত এ সমুদ্র বন্দরগুলো। আর আজ থেকে মাত্র ৭ দিন পর ২৭শে এপ্রিল, ২০১৯ শুরু হচ্ছে, ওয়ান বেল্ট ওয়ান রোড সম্মেলন’। তাই শ্রীলংকার চার্চে হামলা এই সম্মেলনকে বিশেষ মেসেজ দিবে, তা নিঃসন্দেহে বলা যায়।
আজ থেকে দুই বছর আগে রোহিঙ্গা ঘটনার সময় আমি এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম। আপনাদের তখনও বলেছি, চীন এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারনের জন্য বিভিন্ন কার্যক্রম নিচ্ছে, আর তাকে দমন করতে চাইছে আমেরিকা। এজন্য আমেরিকা নিয়েছে ‘পিভট ট্যু এশিয়া’ এবং আমেরিকার সহযোগী মোদির ভারত নিয়েছে ‘লুক ইস্ট’ পলিসি। চলছে দুই শক্তির মধ্যে দ্বন্দ্ব। এটাকে বলে প্রক্সি ওয়্যার, স্বার্থ নিয়ে যুদ্ধ করবে আমেরিকা-চীন, ক্ষতিগ্রস্ত হবে এ অঞ্চলের মানুষ, ঠিক যেভাবে আমেরিকা-রাশিয়ার প্রক্সি ওয়্যারে ধ্বংস হয়েছে আফগানিস্তান।
তাই বেলুচ স্বাধীনতাকামীদের উত্থান, রোহিঙ্গা ঘটনা এবং সর্বশেষ শ্রীলংকার চার্চে হামলা চীনের বানিজ্যিক এলাকাগুলোকে অস্থির করার একটি মার্কিন কার্যক্রম বলে মনে হয়।