খবর দেখে তুই দিস নাকো লাফ
আড়ালে তার অন্যকিছু হাসে……
আড়ালে তার অন্যকিছু হাসে……
আজকে একটা খবর দেখলাম,
“ওয়াসার পানি ফোটাতে ৩৩২ কোটি টাকার গ্যাস অপচয়”
এই তত্ত্ব দিয়েছে, টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। (https://bit.ly/2v6cPyM)
“ওয়াসার পানি ফোটাতে ৩৩২ কোটি টাকার গ্যাস অপচয়”
এই তত্ত্ব দিয়েছে, টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। (https://bit.ly/2v6cPyM)
উল্লেখ্য টিআইবি হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র একটি অঙ্গসংগঠন।
যা প্রতিষ্ঠা করে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক পিটার ইগেন।
বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির আগমন সম্ভবত স্কয়ার-মাছরাঙ্গার মালিক স্যামসন এইচ চৌধুরী মাধ্যমে, যে ইসলাম ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলো।
যা প্রতিষ্ঠা করে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক পিটার ইগেন।
বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির আগমন সম্ভবত স্কয়ার-মাছরাঙ্গার মালিক স্যামসন এইচ চৌধুরী মাধ্যমে, যে ইসলাম ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলো।
আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি,
কোন কথা/ঘটনা দেখলে অযথা লাফ না দিয়ে আগে দুটি জিনিস দেখবেন-
১) কথাটা কে বলছে ?
২) তার নিজের উদ্দেশ্য কি ?
কোন কথা/ঘটনা দেখলে অযথা লাফ না দিয়ে আগে দুটি জিনিস দেখবেন-
১) কথাটা কে বলছে ?
২) তার নিজের উদ্দেশ্য কি ?
প্রথমটার উত্তর আমি আমি দিয়েছি,
এখন দ্বিতীয়টার উত্তর কি হবে ?
এখন দ্বিতীয়টার উত্তর কি হবে ?
এই দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ থেকে প্রায় ২ বছর আগে দুইটি স্ট্যাটাসে বলেছিলাম-
১) বাংলাদেশের সুপেয় পানির উৎসগুলোর নিয়ন্ত্রণ নিতে চায় ইহুদীবাদীরা (https://bit.ly/2IBOGbj)
২) ইহুদীবাদী কর্পোটের কোম্পানি ইউনিভার বা পিউর-ইট চায় বাংলাদেশের সুপেয় পানির নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে বড় ধরবের ব্যবসা করতে। ইতিমধ্যে বাংলাদেশে সুপেয় পানি সম্পদ নিজেদের নিয়ন্ত্রণ নিতে তারা জাতিসংঘের সাথে একটা চূক্তিও সেরেছে (https://bit.ly/2PnoouZ)
হ্যা, এটা ঠিক –
ওয়াসা যেন তার নিজের স্বক্ষমতা বাড়ায়, বিশুদ্ধ পানি সরবরাহ করে এর জন্য আমরা বলতে পারি।
কিন্তু সেই স্বক্ষমতার জিগির তুলে সুপেয় পানির নিয়ন্ত্রণ বিদেশী কর্পোরেটদের হাতে তুলে দেয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি এমন কোন আহামরি প্রযুক্তি নয়, যে সেটা বিদেশী কর্পোরেটরা পারবে, আর দেশে সম্ভব না। মাঝখান দিয়ে বিশুদ্ধ পানি, সুপেয় পানির কথা বলে ১ টাকার পানি ১০ টাকা বানিয়ে ফেলবে। তাই সাবধান।
ওয়াসা যেন তার নিজের স্বক্ষমতা বাড়ায়, বিশুদ্ধ পানি সরবরাহ করে এর জন্য আমরা বলতে পারি।
কিন্তু সেই স্বক্ষমতার জিগির তুলে সুপেয় পানির নিয়ন্ত্রণ বিদেশী কর্পোরেটদের হাতে তুলে দেয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি এমন কোন আহামরি প্রযুক্তি নয়, যে সেটা বিদেশী কর্পোরেটরা পারবে, আর দেশে সম্ভব না। মাঝখান দিয়ে বিশুদ্ধ পানি, সুপেয় পানির কথা বলে ১ টাকার পানি ১০ টাকা বানিয়ে ফেলবে। তাই সাবধান।