খবর ও মন্তব্য-
১) খেলার দিন ক্রিকেটাররা রোজা রাখবে না – মাশরাফি
(https://bit.ly/2DV4T8g)
(https://bit.ly/2DV4T8g)
মন্তব্য: রোজার দিনে খেলা ফেলানোয় ধর্মীয় অনুভূতি নষ্ট হচ্ছে কি না, এটা নিয়ে মুসলমানদের মধ্যে আলোচনা করার দরকার ছিলো। তাছাড়া এবার একধাপ এগিয়ে ঈদুল ফিতরের দিন বিশ্বকাপ ক্রিকেট খেলার শিডিউল ফেলানো হয়েছে এবং সম্ভাব্য তারিখে (৩ ও ৪ জুন) দুটি মুসলিম প্রধান রাষ্ট্রের (পাকিস্তান ও আফগানিস্তান) খেলা ফেলানো হয়েছে। বিশ্বকাপের জার্সি নিয়ে মুসলিমরা যতটা আলোচনা-সমালোচনা করেছে, এ বিষয়গুলো নিয়ে ততটা এড়িয়ে গেছে বলে আমার মনে হয়।
২) দেশে দুই শতাধিক এনজিও’র নিবন্ধন বাতিল করছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে এদের কারণে অরাজকতা হতে পারে এমন আশঙ্কা থেকে এদের নিবন্ধন বাতিল করা হয়।
(https://bit.ly/2Yglrj1)
(https://bit.ly/2Yglrj1)
মন্তব্য: রোহিঙ্গা ইস্যুতে সরকার দ্রুত একশন নিলো। কিন্তু বাংলাদেশে অনেক এনজিও দেশের সমকামীতা বিস্তারে কাজ করে যাচ্ছে, যার কারণে পুরো দেশে খুব শিঘ্রই বড় ধরনের অরাজকতা হতে পারে। এদের নিষিদ্ধের ব্যাপারে দ্রুত চিন্তা করা উচিত। এরা হলো-
লাইট হাউস কনসোর্টিয়াম (বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের কার্যক্রম), বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওডপাপ, সাস (বরিশাল বিভাগে এদের কার্যক্রম), হাসাব, আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ, জাগরি, ক্যাপ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-বিএমএসএফ (আইনী সহায়তা দেয়), আইন ও সালিশ কেন্দ্র-আসক (আইনী সহায়ত দেয়), ফ্যামিলি হেলথ্ ইন্টারন্যাশনাল (ফান্ডদাতা), রয়েল নেদারল্যান্ডস এ্যাম্বেসি (ফান্ডদাতা), ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড-ইউএনএফপিএ (ফান্ডদাতা), ‘হাতি’ প্রকল্প, বিশ্বব্যাংক (ফান্ডদাতা), মানুষের জন্য ফাউন্ডেশন –MJF (ফান্ডদাতা), আরসিসি প্রোজেক্ট অব দি গ্লোবাল ফান্ড আইসিডিডিআর,বি (ফান্ডদাতা)
লাইট হাউস কনসোর্টিয়াম (বাংলাদেশের উত্তরাঞ্চলে এদের কার্যক্রম), বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, ওডপাপ, সাস (বরিশাল বিভাগে এদের কার্যক্রম), হাসাব, আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ, জাগরি, ক্যাপ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-বিএমএসএফ (আইনী সহায়তা দেয়), আইন ও সালিশ কেন্দ্র-আসক (আইনী সহায়ত দেয়), ফ্যামিলি হেলথ্ ইন্টারন্যাশনাল (ফান্ডদাতা), রয়েল নেদারল্যান্ডস এ্যাম্বেসি (ফান্ডদাতা), ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড-ইউএনএফপিএ (ফান্ডদাতা), ‘হাতি’ প্রকল্প, বিশ্বব্যাংক (ফান্ডদাতা), মানুষের জন্য ফাউন্ডেশন –MJF (ফান্ডদাতা), আরসিসি প্রোজেক্ট অব দি গ্লোবাল ফান্ড আইসিডিডিআর,বি (ফান্ডদাতা)
৩) টঙ্গীতে ঝুট পল্লিতে অগ্নিকাণ্ড, পুড়ল অর্ধশত গুদাম
(https://bit.ly/30blbnc)
(https://bit.ly/30blbnc)
মন্তব্য: গার্মেন্টেসের ঝুট কাপড় বাংলাদেশের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেছিলো। ঝুট থেকে সুতা, তুলা, দড়ি এমননি পোষাক পর্যন্ত তৈরী হয়। রিপোর্ট অনুয়ারী এই ঝুট কাপড়ের সাথে প্রায় ৫০ লক্ষ লোকের জীবিকা জড়িত। (https://bbc.in/2H6SqjX)
একটি মহল যে সেই ৫০ লক্ষ লোকের মুখের খাবার কেড়ে নিয়ে পথে বসাতে চায়, ঝুট গোডাউলগুলোতে বার বার আগুন লাগা সেই বার্তা বহন করে।
একটি মহল যে সেই ৫০ লক্ষ লোকের মুখের খাবার কেড়ে নিয়ে পথে বসাতে চায়, ঝুট গোডাউলগুলোতে বার বার আগুন লাগা সেই বার্তা বহন করে।
৪) এসএসসি ও সমমানের পরীক্ষা : প্রত্যাশিত ফল না পেয়ে সাত শিক্ষার্থীর আত্মহত্যা (https://bit.ly/2vLqOdz)
মন্তব্য: সেক্যুলার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে এ প্লাসের পাহাড় দিতে পেরেছে কিন্তু নৈতিকতার ছিটেফোটাও দিতে পারেনি- এই খবর তার প্রমাণ।