জনগণের জন্য উন্নয়ন, নাকি উন্নয়নের জন্য জনগণ ?
গত ২ সপ্তাহ ধরে একটা বস্তি নিয়ে লিখবো লিখবো ভাবছি। সেটা হলো মহাখালী কড়াইল বস্তি। সরকার সিদ্ধান্ত নিয়েছে, মহাখালীর কড়াইল বস্তি সরিয়ে সেখানে আইটি ভিলেজ তৈরী করবে। তাই সেখানার বস্তিগুলো সরাতে হবে। যেহেতু সরকারের উন্নয়ন, যত বাড়ছে উচ্ছেদ-আগুন তত বাড়ছে, সেহেতু আমার ধারনা ছিলো কড়াইল বস্তিতে যেকোন সময় আগুন ধরবে, এটা নিয়ে সতর্ক করবো। কিন্তু চিন্তা করেও গত ২ সপ্তাহ লেখা হয়নি, ঠিক আজকেই শুনলাম, কড়াইল বস্তিতে নাকি আগুন ধরেছে। (https://bit.ly/2TvYxWb)
কড়াইল বস্তিতে আগুন অবশ্য নতুন কিছু নয়। সরকার সেখানে আইটি ভিলেজ (হাইটেক পার্ক) নির্মাণের পরিকল্পনা করার পর শেষ সাড়ে তিন বছরে ৫ বার আগুন ধরলো। ২০১২ সালে একবার উচ্ছেদ অভিজান শুরু করলে বস্তিবাসী রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে, তারপর থেকেই আগুন দিয়ে উচ্ছেদ শুরু হয়েছে। (https://bit.ly/2tWPgb9)
কড়াইল বস্তি সরিয়ে যে আইটি ভিলেজ হবে, কাগজপত্রে তার নাম মহাখালী আইটি ভিলেজ। এর বাজেট ৭৭ কোটি টাকা, এর মধ্যে ৭ কোটি টাকা বরাদ্দ করা হয় বস্তিবাসীকে পুনর্বাসনে। ঐ ৭ কোটি টাকা খরচ করলে অতি সহজে এই লোকগুলোকে সরিয়ে নেয়া সম্ভব ছিলো, কিন্তু টাকা বাচিয়ে এখন আগুনে পুড়িয়ে সরানো সতিই দুঃখজনক। (https://bit.ly/2EWngdS)
উল্লেখ্য, সরকার ঢাকার ফুটপাথ উন্নয়ন ও সাজগোজ করার জন্য ২০১৮ সালের অক্টোবর মাসে ৭৭৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। (https://bit.ly/2H88F1q)
এই প্রকল্প হাতে নেয়ার পর নির্বাচন শেষ হতেই শুরু হয় পাইকরাী দরে হকার উচ্ছেদ। মেয়র সাঈদ খোকন তো স্পষ্ট ঘোষণা দেয়, “পরিবেশ সুন্দর হওয়া পর্যন্ত হকার উচ্ছেদ চলবে” (https://bit.ly/2SSIA7R)
এই প্রকল্প হাতে নেয়ার পর নির্বাচন শেষ হতেই শুরু হয় পাইকরাী দরে হকার উচ্ছেদ। মেয়র সাঈদ খোকন তো স্পষ্ট ঘোষণা দেয়, “পরিবেশ সুন্দর হওয়া পর্যন্ত হকার উচ্ছেদ চলবে” (https://bit.ly/2SSIA7R)
পুরান ঢাকায় পর্যটন এলাকা হোক, ফুটপাথ পরিষ্কার পরিচ্ছন্ন গোজগাছ হোক, কড়াইলে আইটি ভিলেজ হোক, সবই কিন্তু ভালো কাজ, দেখতেও সুন্দর, পরিচ্ছন্ন, এবং যারা ব্যবহার করবে তাদের জন্য সুখকর নিঃসন্দেহে। এগুলো তৈরী হওয়ার পর সেগুলো দেখতেও লস অ্যাঞ্জেলস, প্যারিস বা হলিউড মুভির মত দৃষ্টিনন্দন হবে, সেটাও নির্দ্বিধায় বলা যায়। কিন্তু কথা হলো, এই যে সৌন্দর্য্য, এই যে আরাম-আয়েশ, গোজগাজ আমরা চাচ্ছি, সেটা কার জন্য চাচ্ছি ? অবশ্যই জনগণের জন্য। কিন্তু সেই জনগণকেই মেরে কিভাবে জনগণের জন্য আরাম আয়েশ পাওয়া সম্ভব ?
হ্যা, এটা বলা যায়-
সরকার কথিত উন্নয়ন বান্ধব, কিন্তু সরকার দেশের জনগণ বান্ধব নয়।
তার কথিত উন্নয়নের জন্য যদি জনগণকেও আগুনে পুড়িয়ে মারতে হয়, তবে সেটাও সে করতে রাজি।
সরকার কথিত উন্নয়ন বান্ধব, কিন্তু সরকার দেশের জনগণ বান্ধব নয়।
তার কথিত উন্নয়নের জন্য যদি জনগণকেও আগুনে পুড়িয়ে মারতে হয়, তবে সেটাও সে করতে রাজি।