নিপাহ ভাইরাসে ঠাকুরগাওয়ে ৫ জনের মৃত্যু

নিপাহ ভাইরাসে ঠাকুরগাওয়ে ৫ জনের মৃত্যু
Image result for নদী
সাম্প্রতিক দুটি খবর:
নিপাহ ভাইরাসে ঠাকুরগাওয়ে ৫ জনের মৃত্যু (https://bit.ly/2BYeslN)
রাজধানীতে নিপাহ ভাইরাস রুগী (https://bit.ly/2TlAHfJ)
আমি এ দুটি খবর নিয়ে কিছু বলবো।
প্রথম খবরে দেখা যাচ্ছে, ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে ৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজনের রক্ত পরীক্ষা করে তাকে নিপাহ ভাইরাস আক্রান্ত হয়েছে বলে দাবী করছে গবেষকরা।
অপরদিকে রাজধানীতে যে নিপাহ ভাইরাস রুগী ভর্তি হয়েছে, খবরের ভেতর পড়ে দেখবেন, সে এতদিন রাজশাহীর সারদায় ছিলো, সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে এসেছে চিকিৎসা নিতে।
ম্যাপের মধ্যে যদি ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী ও রাজশাহীর সারদা এলাকা দুটি দেখেন, তবে নিশ্চিত হবেন, দুটো এলাকাই কিন্তু বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। বিশেষ করে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অর্ধেক তো ভারতের সীমানার মধ্যে রয়েছে। সীমান্ত এলাকায় হওয়ায় এ দুটি এলাকার জন্গন ভারতীয় ও তাদের পণ্যের সাথে ওতপ্রতভাবে মিক্সিং করতো, এটা নির্ধি্বধায় বলা যায়।
আমার এই কথা বলার উদ্দেশ্য, আজ থেকে ১০ মাস আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যার শিরোনাম ছিলো:
“ভারতে নিপাহ ভাইরাস মহামারি : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা
ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করলো বাহরাইন ও আরব আমিরাত
বাংলাদেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ হবে কবে ?”
লিঙ্ক: https://bit.ly/2UkcAej
ভারতে যেহেতু গত বছর থেকে নিপাহ ভাইরাসের মহামারি চলতেছে, এবং অনেক দেশ ভারতীয় ও তাদের পন্যের ব্যাপারে সতর্কতা জারি করেছিলো। বাংলাদেশেরও উচিত ছিলো এ ব্যাপারে সতর্ক হওয়া, বিশেষ করে ভারতীয় সকল পণ্যের ব্যাপারে একটা বিধিনিষেধ দেয়া। কিন্তু সেটা তো দেয়া হইনি, বরং ভারতীয়দের সাথে নানান উপায়ে মিক্সিং হয়েছে। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারী বেনাপোল সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে রক্ত পর্যন্ত বিনিময় হয়েছে (https://bit.ly/2C5cd06)।
এ ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নাই,
শুরু বলবো-
ভারত থেকে প্রতিদিন প্রচুর পণ্য বাংলাদেশে আসতেছে,
অসংখ্য ভারতীয় বাংলাদেশের সীমানায় প্রবেশ করতেছে,
আবার অনেক বাংলাদেশী ঈদসহ বিভিন্ন কেনাকাটা ভারত গিয়ে করতেছে।
এগুলো যদি না ঠেকানো যায়, তবে ভারতের নিপাহ ভাইরাস মহামারি বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়বে, এটা নিশ্চিত বলা যায়। অন্তত বালিয়াডাঙ্গী ও সারদার দুটি ঘটনা তারই আগাম সতর্কতা।
No photo description available.