ওয়াসার পানি শুদ্ধ না বিশুদ্ধ এটা যাচাই করার জন্য প্রথম ওয়াসার মূল পানির ট্যাংকি’র পানি যাচাই করতে হবে।
যেমন ফকিরাপুল পানির ট্যাংকি। এই ট্যাংকির পানিগুলো ওয়াসা গাড়ি দিয়ে বিক্রি করে। ৮০০ টাকা, ১২০০ টাকা, ১৬০০ টাকা এরকম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওয়াসার মূল পানির ট্যাংকিতে কোন সমস্যা নেই। বিশ্বাস না হলে ফরিকারপুল পানির ট্যাংকিতে গিয়ে যাচাই করুন। সেখানে কল আছে, সেই কল দিয়ে পানি খেতে পারবেন।
যেমন ফকিরাপুল পানির ট্যাংকি। এই ট্যাংকির পানিগুলো ওয়াসা গাড়ি দিয়ে বিক্রি করে। ৮০০ টাকা, ১২০০ টাকা, ১৬০০ টাকা এরকম। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ওয়াসার মূল পানির ট্যাংকিতে কোন সমস্যা নেই। বিশ্বাস না হলে ফরিকারপুল পানির ট্যাংকিতে গিয়ে যাচাই করুন। সেখানে কল আছে, সেই কল দিয়ে পানি খেতে পারবেন।
ওয়াসার পানি’র মূল সমস্যা হয়, রাস্তা খোড়াখুড়ির সময়। একদল অন্য দলের পাইপ ছিদ্র করে ফেলে। এই ছিদ্র দিয়ে কখন সুয়ারেজ লাইনের পানি ঢুকে, কখন বৃষ্টির পানি ঢুকে। ওয়াসার এমডির ভাষ্যমতে এই পাইপ লাইনের দৈর্ঘ্য ২৩ হাজার কিলোমিটার। আর ওয়াসার পানিতে সমস্যার সাথে পাবলিকের ট্যাংকিও যাচাই করা উচিত। বাসাবাড়ির আন্ডারগ্রাউন্ড ট্যাংকি আর ছাদের ট্যাংকি কত দিন পর পর পরিস্কার করে সেটা জানাও জরুরী। কারণ ঐ ট্যাংকি থেকেও জীবানু আসে। অনেক সময় বাসার পানির লোহার পাইপে জং ধরে, যেই জং পানির সাথে চলে আসে।
আমার কাছে মনে হয়েছে, ওয়াসার থেকে বড় সমস্যা হচ্ছে, ঢাকার ভেতর এতো মানুষ জড়ো করা। ঢাকা শহরের এত বিশাল জনসংখ্যাকে শুদ্ধ হোক আর ময়লা হোক ওয়াসা যতটুকু পানি দিতে পারতেছে, এটাই তো বেশি। ঢাকার ২৬০ বর্গ কিলোমিটারের মধ্যে জনসংখ্যা প্রায় ২ কোটি। এই জনসংখ্যার ঘনত্ব যদি পুরো বাংলাদেশের হইতো তবে বাংলাদেশের মোট জনসংখ্যা হইতো ৮০০ কোটিরও বেশি, যা পৃথিবীর মোট জনসংখ্যা থেকেও বেশি। তাই ঢাকাকে পরিকল্পিত উপায়ে বিকেন্দ্রীকরণ করে তারপর বিশুদ্ধ পানির কথা চিন্তা করাই অধিক যুক্তিযুদ্ধ।
তাছাড়া ঢাকার জনসংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে, ওয়াসার লোকবল কি সে অনুপাতে বৃদ্ধি পেয়েছে ? মোটেও নয়। আমার মনে হয়, ওয়াসার লোকবল বৃদ্ধি করে যে সব স্থানে পানির লাইনে ছিদ্র আছে, সেগুলো কত দ্রুত মেরামত করা যায়, সেটা নিয়ে প্রতিযোগীতা হওয়ার দরকার।
সত্যি বলতে, “কথা বলা সোজা, কিন্তু কাজ করা কঠিন।” আজকে যারা জাতিসংঘ আর ইউনিলিভারের টাকা খেয়ে ওয়াসা’র বিরুদ্ধে ‘মিডিয়া ক্যু’ করতেছে, তাদের যদি ১ দিন ঢাকার পানির দায়িত্ব দেয়া হয়, তবে কি তারা পারবে ? (বাংলাদেশের পানির দায়িত্ব নিতে চায় বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, লিঙ্কের খবরের নিচের অংশ পড়ুন- https://bit.ly/2wuEqgH)
ইউনিলিভারের পিউরিইট যে ওয়াসার দায়িত্ব নিতে চাইছে সে তো এক পরিবারকেও বিশুদ্ধ পানি সার্ভিস দিতে পারে না, কোটি কোটি লোককে দিবে কিভাবে ?
খবর-
১) গ্রাহককে ঠকাচ্ছে ইউনিলিভার : পিউরইটের মান নিয়ে প্রশ্ন - https://bit.ly/2rzimMV
২) ইউনিলিভারের পিউরইটে তেলাপোকা -https://bit.ly/2XERWXS
খবর-
১) গ্রাহককে ঠকাচ্ছে ইউনিলিভার : পিউরইটের মান নিয়ে প্রশ্ন - https://bit.ly/2rzimMV
২) ইউনিলিভারের পিউরইটে তেলাপোকা -https://bit.ly/2XERWXS
ওয়াসার ভেতর দুর্নীতি আছে, এটা মানতেছি। শুধু ওয়াসা কেন দেশের সরকারী-বেসরকারী সর্বত্র এখন দুর্নীতি আক্রান্ত। কিন্তু সেই দুর্নীতির ধুয়া তুলে দেশের সুপেয় পানি খাত, বিদেশী কর্পোরেটদের হাত তুলে দেয়ার ষড়যন্ত্র কখনই সমর্থন করা যায় না।
(ছবি : ফকিরাপুল পানির ট্যাংকি)