আগামীকাল ওয়াসার এমডিকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে চায় জুরাইনবাসী।এন.সি- ৩৭৮

আগামীকাল ওয়াসার এমডিকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে চায় জুরাইনবাসী।
Image result for কলম
আগামীকাল ওয়াসার এমডিকে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে চায় জুরাইনবাসী। এজন্য গণজমায়েতের আহবান করা হয়েছে। (https://bit.ly/2Gzh4tk)
আপনাদের আমি আগেই অ্যানলাইসিস ক্লাসে শিখিয়েছি,
কোন ঘটনা দেখলে, আগে দুটি প্রশ্ন করবেন –
১) কে ঘটনা ঘটাচ্ছে ?
২) তার কি উদ্দেশ্য ?
খবরে এসেছে, এই গণজমায়েতের ডাক দিয়েছে মিজানুর রহমান নামক এক জুরাইনবাসী।
তবে মিজানুর রহমান সাধারণ কোন ব্যক্তি নন, তিনি এর আগেও বহুবার খবরের হেডলাইন হয়েছেন। এবং আন্তর্জাতিকভাবেও তিনি সুপরিচিত।
২০১৭ সালে সুইডেন থেকে প্রকাশিত রিপাবলিক ম্যাগাজিনে পরিবেশ রক্ষায় গেরিলা যোদ্ধা হিসেবে ৫ জনের মধ্যে একজন বলে ঘোষণা করা হয় মিজানুর রহমানকে। (https://bit.ly/2IBblFI)
মিজানুর রহমান আসলে বামদলের ফিল্ড কর্মী। যে এক সময় শাহবাগ আন্দোলনের ব্যানারে কাজ করেছিলো। এই বামদলগুলো মুখে মুখে মার্কিন সম্রাজ্যবাদের বিরুদ্ধে বলে, কিন্তু কাজে কর্মে মার্কিন সম্রাজ্যবাদের পক্ষে কাজ করে। যেমন- পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের পক্ষে কথা বলা এবং সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা, যা আসলে মার্কিন সম্রাজ্যবাদের পক্ষে কাজ করা।
মিজানুর রহমানের ফেসবুক আইডি (https://www.facebook.com/mizanpph/) ঘেটে আমি যেটা অনুধাবন করলাম- সে আসলে মার্কিন ডেমোক্র্যাট ব্লকের ফিল্ড কর্মী এবং ক্ষেত্র বিশেষে পরিবেশ কর্মী নাম দিয়ে কাজ করে। সে এন্টি সরকার আন্দোলনের নাম দিয়ে ডেমোক্র্যাট ইস্যু সার্ভ করে।
যাই হোক,
ওয়াসার পানি উন্নয়ন ও বিশুদ্ধকরণে সব ব্যবস্থা নেয়ার পক্ষে আমিও। কিন্তু এইসব আন্দোলন-ফান্দোলন করে বাংলাদেশের সুপেয় পানির সোর্সকে কোন বহুজাতিক কোম্পানির (যেমন-ইউনিলিভার বা পিউরইট) কাছে বর্গা দেয়ার পক্ষে আমি নই। পাশাপাশি এই আন্দোলনকে পূজি করে সরকার যেন ‘পানির দাম বৃদ্ধি’ কোন নতুন ফন্দি না আটে, সেই দাবীও আগে থেকে জানিয়ে রাখলাম।