প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী। এন.সি- ৩৭১

প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী

Image result for কলম
প্রথম আলোর সাংবাদিক যখন মন্ত্রী
আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সম্পর্কে অনেকটা পজিটিভ খবর দেখে অবাক হলাম, ভাবলাম, প্রথম আলো তো মন্ত্রীদের সম্পর্কে এমন পজিটিভ নিউজ করে না, শ ম রেজাউল করিম নিয়ে করলো কেন ? পরে খবর নিয়ে জানলাম এক সময় দৈনিক প্রথম আলোর সাংবাদিক বা কোর্ট প্রতিনিধি হিসেবে কাজ করেছে শ ম রেজাউল করিম, এছাড়া কাজ করেছে ভোরের কাগজের শ্যামল দত্তের সাথে। (https://bit.ly/2UHLTQt)
দৈনিক প্রথম আলো বা ভোরের কাগজ মার্কিন ব্লক মেইন টেইন করে, শ ম রেজাউল করিমও যে, মার্কিন ব্লকের লোক, তা আমি শতভাগ শিওর না, কিন্তু তার ভেতর মার্কিন ব্লকের শিকল আছে, এটা আমার অনুমান হয়। বিশেষ করে তার কিছু বক্তব্য বা কার্যক্রম, যেমন- বিজিএমইএ ভবন ভাঙ্গা, পুরান ঢাকার ভবন ভেঙ্গে নতুন ভবন করার ঘোষণা, বনানীর ভবনে আগুনের পর গাফেলতির কারণে হত্যাকাণ্ড বলা, এবং একজন মন্ত্রী হয়ে রাজউকের ৬৬% ভবনকে অপরিকল্পিত বলে প্রশ্নবিদ্ধ করা (অর্থাৎ তার ডিপার্টমেন্টের পুরাতনদের প্রশ্নবিদ্ধ করা), এইসব স্টেটমেন্টকে আমার কাছে মার্কিন ব্লকের বিশেষ উদ্দেশ্যের পথে হাটা বলে মনে হয়েছে।
আজকে তিনি সিন্ডিকেট ভাঙ্গতে চান বলে খবর হয়েছে। আমার অনুমান- তিনি দীর্ঘদিনের আওয়ামী সিন্ডিকেট ভাঙ্গার দিকে ইঙ্গিত দিয়েছেন। আমার কাছে মনে হয়, এই বক্তব্য দিয়ে তিনি পুরাতন আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে মার্কিনপন্থী সিন্ডিকেট ঢুকানোর সুযোগ করে দিতে চান বলে, প্রথম আলোর কাছে স্বীকারক্তি দিয়েছেন, যাদের মাধ্যমে প্রথম আলো বা মার্কিন সিন্ডিকেটের স্বার্থ সিদ্ধি হবে।
আসলে শুধু এক যায়গায় না, সরকার-প্রশাসন সর্বত্র মার্কিনপন্থীরা চায়, তাদের প্রভাব বিস্তার করতে। যে সব আওয়ামীপন্থী তাদের কথা শুনে তাদের পক্ষে মিডিয়ায় বলে, কিন্তু যারা তদের পক্ষে কাজ না করে বা পলিসির বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে মিডিয়া ক্যু করে। যেমন- ওয়াসার এমডি’র বিরুদ্ধে সাম্প্রতিক মিডিয়া ক্যু। এছাড়া বর্তমানে মার্কিনপন্থীরা শমী কায়সারের বিরুদ্ধে লাগছে। সে এফবিসিসিআই আর ই-ক্যাবের দায়িত্বে আছে। সে তাদের পন্থী না হওয়ায়, তার বিরুদ্ধে লাগছে মার্কিনপন্থী মিডিয়া, সামনে এফবিসিসিআই’র নির্বাচন আছে, এটা কাজে লাগবে। আবার বিজিএমইএ’র সভাপতি মেয়র আনিসুলের বউ রুবানা মার্কিনপন্থী, তাকে নিয়ে মিডিয়ায় শুধু সুনাম দেখবেন, তার কোন দুর্নাম কখন দেখবেন না। যাই হোক, শ ম রেজাউল করিম মার্কিনপন্থীদের কতগুলো পলিসি বাস্তবায়ন করেন, সেটাই এখন দেখার বিষয়।
বি: দ্র: এটা একটা `র’ অ্যানালাইসিস পোস্ট। আমি যেভাবে খবর অ্যানালাইসিস করি, তা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পোস্টের মাধ্যমে বিশেষ কোন মেসেজ আপনাদের দিতে পারছি না। এভাবে ব্লক আর পলিসি ক্যালকুলেশন করে আমি সামনে কি হবে তা সম্পর্কে ধারণা করতে চেষ্টা করি। এটা দেখানোর জন্য এ পোস্ট।