বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে। এন.সি- ৩৫০

বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে
Image result for সাগর
বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হইছে- https://bit.ly/2PX4V4A
কিন্তু নিচের খবরগুলো দেখুন-
১) শেরপুরে পবিত্র রমজান মাসেও বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং-এ জনজীবন অতিষ্ঠ
https://bit.ly/2LuhANC
২) লোডশেডিং এ হাপিয়ে উঠেছে বরিশালবাসী
https://bit.ly/2WEgEYl
৩) জকিগঞ্জে পবিত্র রমজানে বিদ্যুৎ পেতে মানববন্ধন
https://bit.ly/2vPDgJj
৪) কক্সবাজারে তারাবিহ শুরুর দিনে বিদ্যুতের ভেল্কিবাজি
https://bit.ly/2V7gZ44
৫) রমজান মাসে বিদ্যুৎ বিভ্রাটের কবলে নওগাবাসী
https://bit.ly/2V7nJyV
৬) লোডশেডিং : দোহারে পল্লী বিদ্যুৎ কর্মীকে পিটিয়ে আহত, মামলা
https://bit.ly/2Wyisli
৭) বৈদ্যুতিক গোলযোগে নেত্রকোণায় সেহেরিতেও ভোগান্তি
https://bit.ly/2Jdez2n
৮) সুনামগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তোপের মুখে বিদ্যুৎ অফিস কর্মকর্তা
https://bit.ly/2H9ROsJ
৯) গাইবান্ধায় একটানা ১৯ ঘন্টা বিদ্যুৎ বন্ধ, বিদ্যুৎ অফিস ঘেরাও
https://bit.ly/305T2hd
প্রবাদ আছে- “কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই”
ঠিক তেমনি- বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হচ্ছে, কিন্তু জনগণের কাছে সে বিদ্যুৎ পৌছাচ্ছে না।
এর পেছনের কারণ অবশ্য সরকারের বিদ্যুৎপ্রতিমন্ত্রী ব্যাখ্যা করেছে।
তারা বলছে- পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু বিতরণ (distribution) করতে পারছি না।
কারণ বিতরণ করতে যে টাকার প্রয়োজন, সেটা নেই। টাকা পেলে তারপর বিদ্যুৎ বিতরণে হাত দেয়া হবে। (https://bit.ly/2H9nq1G)
আমি অনেক আগে, আপনাদেরকে একটা কথা বলেছিলাম,
বাংলাদেশে আপনারা ‘উন্নয়ন’ বলে যা দেখছেন, এটার কোনটাই আপনার জন্য নয়।
এগুলো সব বিদেশীদের জন্য।
এই বিদ্যুৎটাই কিন্তু তার প্রমাণ।
দেশে প্রচুর বিদ্যুৎ আছে, কিন্তু পাবলিক বিদ্যুৎ পাচ্ছে না।
ভালোভাবে খেয়াল করুন-
বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত, তারমানে আপাতত বিদ্যুৎ উৎপাদনের দিকে খেয়াল না দিয়ে বিদ্যুৎ বিতরণের দিকে খেয়াল দেয়া উচিত। অথচ সরকার বিদেশ থেকে মোটা মোটা ঋণ এনে একের পর এক বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে, আর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে জনগণের উপর। অথচ- জনগণের যেটা সেটা কিন্তু করছে না।
যেমন-
ক) রূপপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে রাশিয়া
খ) বরিশালে হবে আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরমাণু বিদ্যুৎকেন্দ্র
গ) পায়রা বন্দরে কয়লা বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে চীনা
ঘ) কক্সবাজারে কয়লা বিদ্যুৎকেন্দ্র বানাবে চীন
ঙ) খুলনার রামপালে ভারত বানানে কয়লা বিদ্যুৎকেন্দ্র
চ) চট্টগ্রামের শিকলবাহা ও জুলধায় চলছে ৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ
কিন্তু কেন এত বড় বড় বিদ্যুৎকেন্দ্র ? কেন এত খরচ জনগণের উপর চাপানো হচ্ছে ?
এত এত বিদ্যুৎ কে ব্যবহার করবে ?
বাংলাদেশে ১০০টা অর্থনৈতিক জোন হবে, সে সব অর্থনৈতিক জোনে বিদেশীরা আসবে, তারা উৎপাদন করতে এই বিদ্যুৎগুলো ব্যবহার করবে, যদিও তার খরচ বহন করতে হবে আমাকে আপনাকে। সেই বিদেশীদের সুষ্ঠুভাবে খেদমত করতে সরকার তাই এদিকে, সেদিক থেকে ঋণ নিয়ে গণহারে বিদ্যুৎকেন্দ্র বানাচ্ছে। অথচ দেশে পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও দেশের মানুষ বিতরণ সিস্টেমের অভাবে বিদ্যুৎ পাচ্ছে না, সেদিকে চোখ দিতে আগ্রহী নয় সরকার। এ কারণে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন বাড়লে দেশের সকল জনগন যে খুব বেশি লাভবান হবে, তার কোন আশা নেই। বরং বিদেশী ইনেভেস্টে অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র বানানো এবং সেই বিদ্যুৎ নিয়ে বিদেশী কর্পোরেটদের সাথে অসম প্রতিযোগীতার কারণে খুব শিঘ্রই দেশের সাধারণ জনগণকে স্বর্ণের দামে বিদ্যুৎ ক্রয় করতে হবে, এটা নিশ্চিত।