কয়েকদিন আগে র্যাব প্রধান বেনজির বলেছিলো-
“আমাদের দেশে আল্ট্রা ইসলামিকের সংখ্যা বেশি না, খুবই কম। যারা আছে তারা ২৪ ঘণ্টা আমাদের নজরদারিতে থাকে। কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা আমাদের দেশের কোনও বিষয় না। কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের পানি ঘোলা করার চেষ্টা করবে না, বলে আমি মনে করি। তারপরও যারা পানি ঘোর করে মাছ শিকার করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।”
আজকে র্যাব সদস্যদের যেভাবে ভারতের বিএসএফ ন্যাক্কারজনকভাবে পেটালো, তাতে র্যাব সদস্যের বেনজিরকে প্রশ্ন করা উচিত- “স্যার ! সেই দিন তো খুব ভারতের হয়ে দালালী করলেন, আজকে তো আমাদের পিটানি থেকে বাচাতে পারলেন না। র্যাব সৃষ্টির ইতিহাসে আমরা এভাবে কখন লাঞ্চিত হইনি।
কোথায়, এতদিন তো আমাদের কিছু বলেনি, আজ হঠাৎ করে ক্ষেপলো কেন ? নাকি কুত্তা পোষ মেনেছে কি না পরীক্ষা করে দেখছে। কারণ কুত্তা পোষ মানার পর লাত্থি মারলেও মাইন্ড করে না, উল্টা লেজ নেড়ে নিচু হয়ে আসে। এখন বিষয়টি বোঝা যাবে, আপনার ভূমিকা দেখে...।”
কোথায়, এতদিন তো আমাদের কিছু বলেনি, আজ হঠাৎ করে ক্ষেপলো কেন ? নাকি কুত্তা পোষ মেনেছে কি না পরীক্ষা করে দেখছে। কারণ কুত্তা পোষ মানার পর লাত্থি মারলেও মাইন্ড করে না, উল্টা লেজ নেড়ে নিচু হয়ে আসে। এখন বিষয়টি বোঝা যাবে, আপনার ভূমিকা দেখে...।”