পুরান ঢাকায় যখন অগ্নিকাণ্ড ঘটলো। এন.সি- ৬৭

Image result for তালাগত ফেব্রুয়ারীতে পুরান ঢাকায় যখন অগ্নিকাণ্ড ঘটলো,
তখন মিডিয়া ও প্রশাসন যখন একযোগে কেমিকেলকে দোষারোপ করা শুরু করলো,
তখন আমি বলেছিলাম- একটা কেমিকেল যতই দাহ্যই হোক, সেটা যদি উচ্চচাপে সিলিন্ডার জাত করা না হয়, তবে সেটা বিষ্ফোরণ হয় কিভাবে ? আপনি এক বালতি পেট্রোল নিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেন তবে সেটা জ্বলবে, কিন্তু বিষ্ফোরণ তো হবে না।
তাহলে পুরান ঢাকার কেমিকেলের কি দোষ থাকতে পারে ?
বরং এ বিষ্ফোরণ থেকে বোঝা যাচ্ছে, এখানে কোন সিলিন্ডার বিষ্ফোরণ হয়েছে, তাই বিরোধীতা যদি করতে হয়, তবে সিলিন্ডারের বিরোধীতা করেন, কেমিকেলের দোকানের বিরোধীতা করছেন কেন ?
এর কিছুদিন পূর্বে সরকারের তরফ থেকে ঘোষণা আসছিলো- কোন বাসাবাড়িতে আর সংযোগ নয়, গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ চালাতে হবে। আর প্রত্যেক বাড়ির নিচে একটি করে গ্যাসের মজুদ থাকবে।”
আমি বলেছিলাম- বিরোধীতা যদি করতে হয়, তবে গ্যাস সিলিন্ডার আর বাড়ির নিচে গ্যাস স্টোরেজের বিরোধীতা করুন। কারণ এগুলো এক একটা বোমা, যা ফুটলে বহু মানুষ হতাহত হবে, অনেক ক্ষেত্রে পুরো এলাকা উড়ে যাবে। আর সরকারি সিদ্ধাতে সেই বোমা পৌছে দেয়া হচ্ছে প্রত্যেক মানুষের বাড়িতে। (https://bit.ly/2qkMFcS)
কিছুদিন আগে ঢাকার রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ শিশু নিহত হলো্।
আপনি যদি জাতীয় ও লোকাল মিডিয়ায় চোখ রাখেন, তবে দেখবেন- প্রতিদিনই দেশের কোন না কোন স্থানে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার ঘটনা ঘটছে। এবং প্রতিদিন-ই কিছু না কিছু লোক হতাহত হচ্ছে। বছরে যদি এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হিসেবে করেন, তবে কয়েক হাজারের নিচে হবে না।
আমার কথা হলো- বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুদ আছে।
আমরা কেন বিদেশ থেকে আমদানি করা সিলিন্ডার গ্যাস ব্যবহার করবো ?
আমরা দেখি, যে কোন সরকারই দেশের কোন স্থানে গ্যাসের খবর পেলে সেটা সীসাগালা করে বন্ধ করে দেয়, কিন্তু সেই গ্যাস উত্তোলন করে না।
আবার কিছু বললেই বলে- আমাদের গ্যাস উত্তোলনের সক্ষমতা নেই।
অথচ ইচ্ছাকরেই দেশের গ্যাস উত্তোলনকারী সংস্থা বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছে,
না এটা আমার কল্পনা নয়, বাপেক্সের এক কর্মকর্তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি।
সরকার ক্ষেত্র বিশেষে বিদেশী কোম্পানিকে দিয়ে গ্যাস উত্তোলন করে এবং সেই গ্যাস আবার জনগণের টাকা দিয়ে কিনে নেয়। মাঝে মাঝে সেই গ্যাসের দাম ইচ্ছামত বাড়িয়ে তুলে। কেউ প্রতিবাদ করলেই বলে, এখন থেকে আর কোন গ্যাস সংযোগ নয়, সবাই বিদেশী তরল গ্যাস সিলিন্ডারে কিনে নেন।
আশ্চর্য এক দেশে বাস করি আমরা !
টাকার কথা বাদই দিলাম, গ্যাসের মত একটি বিষ্ফোরক বস্তুকে সিলিন্ডারে ভরে বোমা বানিয়ে এই যে ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে, এবং তার থেকে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে, এর দায় কার ?
যানবাহনের সিলিন্ডার নাহলে বাইরে ঘুরে, চেক করার একটা সুযোগ থাকে,
কিন্তু কার বাসার ভেতরে কোন বিপদজনক গ্যাস সিলিন্ডার আছে, এটা চেক কে করবে?
প্রতিনিয়ত মানুষ হতাহত হতে থাকবে, এটা থামানো যাবে না কিছুতেই।
মূল কথা হলো- যে দেশে গ্যাসের পর্যাপ্ত মজুদ আছে, সে দেশ কেন বিদেশী গ্যাস সিলিন্ডার ব্যবহার করে প্রতিনিয়ত খরচ বাড়াবে আবার মৃত্যুকেও বরণ করবে ?
দেশের সম্পদ জনগণের সম্পদ, এই সম্পদ লুটপাটের সম্পদ নয়।
দেশী গ্যাস সরকারীভাবেই সংযোগ দিতে হবে, এটা জনগণকে দাবী তুলতে হবে।
তাহলে খরচও বাচবে আবার জানমালও বাচবে।