বহুজাতিক ঔষধ কোম্পানির বিদায় ও কিছু মিডিয়ার মায়াকান্না
এক ডাক্তারের ওয়াল থেকে...(কপি পোস্ট)
এক ডাক্তারের ওয়াল থেকে...(কপি পোস্ট)
ঘুষ কিংবা গিফ্ট নয় ; ডাক্তারদের নিখাঁদ দেশ প্রেমের কারনেই বিদেশি ওষুধ কোম্পানি এইদেশ ছাড়তে বাধ্য হচ্ছে!
হাঁ আমি মানছি তাদের ওষুধ ভাল। তাদের ওষুধ যেখানে ১০০ ভাগ কাজ করে দেশিগুলো সেখানে ৯০ ভাগ কাজ করে। কিন্তু দাম তাদেরটা ১০০ টাকা হলে দেশিটা ৩০-৪০ টাকা বা ৫০ টাকা। সুযোগ পেলে এবং সরকারি পৃষ্টপোষকতা পেলে অর্ধেক দামেই বিদেশি ব্রান্ডের সমকোয়ালিটি অর্জন সম্ভব! সময় সুযোগ তো দিতে হবে।
বিদেশি কোম্পানি গুলোও কম টাকা ঢালেনা ডাক্তারদের পিছনে। সানোফি, নভোনরডিস্ক এরা কি কম টাকা ঢালে বা ঢেলেছিল?
কিন্তু আমি যখন দেখি আমার দেশের একটা ৪৫ টাকা দামের ইনজেকশনেই বিদেশি ব্রান্ডের ১৫০ টাকা দামের ইনজেকশনের কাজ করে তখন আমি ৪৫ টাকা দামেরটাই রোগীকে প্রেসক্রাইব করি।
একটা সেফ্ট্রিএক্সন ২ গ্রাম দেশিটা ২০০-২৫০ টাকা আর বিদেশিটা ৭০০ টাকা। দৈনিক ২ টা ইনজেকশনে দেশটিা যাবে রোগীর ৪০০-৫০০ টাকা আর বিদেশি(রোসের) টা ১৪০০ টাকা!
কিন্তু আমি যখন দেখি আমার দেশের একটা ৪৫ টাকা দামের ইনজেকশনেই বিদেশি ব্রান্ডের ১৫০ টাকা দামের ইনজেকশনের কাজ করে তখন আমি ৪৫ টাকা দামেরটাই রোগীকে প্রেসক্রাইব করি।
একটা সেফ্ট্রিএক্সন ২ গ্রাম দেশিটা ২০০-২৫০ টাকা আর বিদেশিটা ৭০০ টাকা। দৈনিক ২ টা ইনজেকশনে দেশটিা যাবে রোগীর ৪০০-৫০০ টাকা আর বিদেশি(রোসের) টা ১৪০০ টাকা!
দেশ এবং রোগীর স্বার্থেই ডাক্তার তখন দেশিটা প্রেসক্রাইব করে।
কিছু লোক অপপ্রচার শুরু করছে ডাক্তাররা ঘুষ খাওয়ার কারনে সানোফি বিদায় নিচ্ছে।
কিছু লোক অপপ্রচার শুরু করছে ডাক্তাররা ঘুষ খাওয়ার কারনে সানোফি বিদায় নিচ্ছে।
সানোফির ক্লেক্সেন যখন ৭০০-৭৫০ টাকা ছিল তখন ড্রাগ ইন্টার্নেশনাল প্রথম কার্ডিনেক্স আনে ৪০০ টাকায়। হার্ট এটাকের এই ইনজেকশনটি দৈনিক ২টা দিলে দেশি বিদেশিতে খরচ প্রায় ডাবল। সংগত কারনেই গরিব রোগীদেরকে দিয়ে প্রথম শুরু হলেও পরে ভাল রেজাল্ট পাওয়াতে বেশি দামি ক্লেক্সেনের চেয়ে কম দামি দেশি ব্রান্ড জনপ্রিয়তা পায়।
এটা দেশের ওষুধের কোয়ালিটির কারনেই তারা মার্কেট পেয়েছে। যে মার্কেট এখন বিশ্বব্যাপী।
তো এখানে ডাক্তারদের ঘুষ গ্রহণ প্রবণতা টেনে আনার কি কারন থাকতে পারে।
যখন আমরা ক্লেক্সেন লিখতাম তখন কি সানোফির উপহার উপঢৌকন কম ছিল? চাইনিজ রেস্টুরেন্টে সাইন্টিফিক সেমিনার তারা কম করেছে? কম খাইয়েছে ডাক্তারদেরকে? বড় বড় ডাক্তারদের পিছনে তারা কম ছুটেছে?কম টাকা ঢেলেছে? কোন লাভ হয়নি। দেশ প্রেমিক ডাক্তাররা দেশকেই এবং স্বল্প আয়ী এদেশের গরিব মানুষের সামর্থ্যকেই প্রাধান্য দিয়েছে।
[বি:দ্র: পোস্টটি যেহেতু আমার নয়, সেহেতু এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চাইছি]