খবর ও মন্তব্য-
১) সিলেটের কমলগঞ্জে ইসকন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করেছে সনাতনিরা। পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ৬ ইসকনীকে। (https://bit.ly/2KUPkks)
মন্তব্য: ঘটনার পর শুধু একটা জিডি হইছে। অথচ এখানে মুসলিম সম্পৃক্ততা থাকলে মুসলমানদের কয়েকটা লাশের সাথে কমপক্ষে ৫ হাজার মুসলিমের নামে মামলা হইতো।
মন্তব্য: ঘটনার পর শুধু একটা জিডি হইছে। অথচ এখানে মুসলিম সম্পৃক্ততা থাকলে মুসলমানদের কয়েকটা লাশের সাথে কমপক্ষে ৫ হাজার মুসলিমের নামে মামলা হইতো।
২) অবশেষে ভেনামি চিংড়ির পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে মৎস অধিদপ্তর। (https://bit.ly/2Dfu1ps)
উল্লেখ্য প্রায় ১ দশক ধরে বাংলাদেশে ভেনামি চিংড়ি প্রবেশের জন্য দেন দরকার করে যাচ্ছিলো ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি মহল। যদিও মৎস অধিকপ্তরের সিনিয়র কিছু কর্মকর্তার আপত্তির কারণে তাতে সফল হচ্ছিলো না। কারণ তাদের দাবী, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে ভেনামি চিংড়ি চাষ করলে দেশী বাগদা মহামারিতে চিংড়ি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরও সেটার অনুমোদন দেয়া হলো। (https://bit.ly/2KRUD4a)
উল্লেখ্য প্রায় ১ দশক ধরে বাংলাদেশে ভেনামি চিংড়ি প্রবেশের জন্য দেন দরকার করে যাচ্ছিলো ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি মহল। যদিও মৎস অধিকপ্তরের সিনিয়র কিছু কর্মকর্তার আপত্তির কারণে তাতে সফল হচ্ছিলো না। কারণ তাদের দাবী, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শে ভেনামি চিংড়ি চাষ করলে দেশী বাগদা মহামারিতে চিংড়ি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরও সেটার অনুমোদন দেয়া হলো। (https://bit.ly/2KRUD4a)
৩) দৈনিক ১ লাখ পিস পাটের তৈরী সোনালি ব্যগ উৎপাদন শুরু। (https://bit.ly/2qzA4ml)
মন্তব্য: এটা একটা ভালো উদ্যোগ। এই ব্যাগ প্রচুর পরিমানে উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারলে বাংলাদেশ সোনালি আশ আবার প্রাণ ফিরে পাবে।
মন্তব্য: এটা একটা ভালো উদ্যোগ। এই ব্যাগ প্রচুর পরিমানে উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করতে পারলে বাংলাদেশ সোনালি আশ আবার প্রাণ ফিরে পাবে।
৪) খবর : বকেয়া বেতনের দাবীতে দেশব্যাপী পাটকল শ্রমিকদের ভুখা মিছিল। শ্লোগান- “মা হাসিনা ভাত দে, কাপড় দে, নয়ত একটু বিষ দে”। (https://bit.ly/2KUPBE0, https://bit.ly/2OliqM4, https://bit.ly/33lZTDD)
মন্তব্য: পাটের অপার সম্ভবনা থাকলেও বেচে থাকার সম্ভবনা নেই পাটকল শ্রমিকদের। এটাই সাইন্স (কর্পোরেটোক্রেসি)।
৫) ভারত থেকে পুশইন অব্যাহত, ঝিনাইদহে আটক ৪
(https://bit.ly/35yCZdK)
মন্তব্য : বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে গিয়ে কর্মচারির মত আচরণ করে, তখন তো সেই কর্মচারির সাথে কথা দিয়ে কথা রাখার কোন প্রয়োজন থাকতে পারে না। শেখ হাসিনা কিছুদিন আগে ভারতের এক অর্থনৈতিক অনুষ্ঠানে ৩-৪ দিন কাটালো, যেখানে তাদের প্রধানমন্ত্রী আসে নাই। এরপর আবার গেলো, তাদের দেশে ক্রিকেট খেলা দেখতে। শেখ হাসিনা ভারতে গিয়ে নিজের অবস্থান ধরে রাখতে পারতে না, অতিরিক্ত হ্যাংলামি দেখাচ্ছে। এ কারণে মোদি সরকারও তাকে কথা দিয়েও কথা রাখার গুরুত্ব রাখে নাই। বলেছিলো- এনআরসি অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তারপরও বাংলাদেশে লোক ঢুকাচ্ছে ভারত। মজার ব্যাপার হলো শেখ হাসিনার ভারতে থাকা অবস্থায়ও পুশ ইন হয়েছে, তারমানে তাকে কতটুকু দাম দিলো মোদি সরকার, তা অনুধাবন করা যায়।
(https://bit.ly/35yCZdK)
মন্তব্য : বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে গিয়ে কর্মচারির মত আচরণ করে, তখন তো সেই কর্মচারির সাথে কথা দিয়ে কথা রাখার কোন প্রয়োজন থাকতে পারে না। শেখ হাসিনা কিছুদিন আগে ভারতের এক অর্থনৈতিক অনুষ্ঠানে ৩-৪ দিন কাটালো, যেখানে তাদের প্রধানমন্ত্রী আসে নাই। এরপর আবার গেলো, তাদের দেশে ক্রিকেট খেলা দেখতে। শেখ হাসিনা ভারতে গিয়ে নিজের অবস্থান ধরে রাখতে পারতে না, অতিরিক্ত হ্যাংলামি দেখাচ্ছে। এ কারণে মোদি সরকারও তাকে কথা দিয়েও কথা রাখার গুরুত্ব রাখে নাই। বলেছিলো- এনআরসি অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু তারপরও বাংলাদেশে লোক ঢুকাচ্ছে ভারত। মজার ব্যাপার হলো শেখ হাসিনার ভারতে থাকা অবস্থায়ও পুশ ইন হয়েছে, তারমানে তাকে কতটুকু দাম দিলো মোদি সরকার, তা অনুধাবন করা যায়।