আজ বিজয় দিবস, ‘এই কথাটা’ একটি বার হলেও চিন্তা করুন….এন.সি-৩১


Related image
December 15, 2019 at 11:43 PM
আজ বিজয় দিবস, ‘এই কথাটা’ একটি বার হলেও চিন্তা করুন….
১৬ই ডিসেম্বর বিজয় দিবস। আমরা বিজয় পালন করছি।
৪৮ বছর আগে পাওয়া বিজয় আমরা এখনও উপভোগ করে চলেছি।
তবে ভয়ের কথা- নতুন করে আমাদের জন্য নতুন উদ্বেগ তৈরী করেছে কর্পোরেটোক্রেসি নামক নতুন এক শত্রু, যার কারণে ৪৮ বছর পর এসে আমরা পুনরায় স্বাধীনতা হারানোর ভয় পাচ্ছি।
না! এই স্বাধীনতা হারানো ভূমির স্বাধীনতা হারানো নয়, এই স্বাধীনতা হলো অর্থনৈতিক স্বাধীনতা হারানো।
কর্পোরেটোক্রেসি’র কারণে আমরা আমাদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিদেশীদের হাতে তুলে দিচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা ধিরে ধিরে আগ্রসর হচ্ছি নতুন কোন মন্দ পরিস্থিতির দিকে।
যার পূর্বাভাস আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করেছি, জিনিসপত্র, খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি মাধ্যমে।
যার পূর্বাভাস ব্যবসায়ীরা পাওয়া শুরু করেছে, সব কিছুর লাইসেন্স ফি, ট্যাক্স, জরিমানা বৃদ্ধির মধ্য দিয়ে, যে কোন ছেড়ে দিতে হবে তাদের ব্যবসা।
যার পূর্বাভাস কৃষক পাচ্ছে, তার কষ্ট করে ফলানো ফসলের দাম পানির দামে ছেড়ে দেয়ার মাধ্যম দিয়ে।
যার পূর্বাভাস পাচ্ছি, নানান ছুতোয় বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়া, আগুন লাগা, বেকারত্ব বৃদ্ধিসহ নানান কায়দায়।
এর পূর্বাভাস আমরা পাচ্ছি, মিডল ইস্টে যৌন নির্যাতনের শিকার হতে হবে জেনেও যখন আমাদের মা-বোনরা যেখানে যেতে ইচ্ছুক সেই খবর শুনে।
কর্পোরেটোক্রেসি’র পূর্বাভাস পাওয়া যাচ্ছে আত্মহত্যার খবর বেড়ে যাওয়ার মাধ্যম দিয়ে,
তবে সবচেয়ে উল্লেখ্যযোগ্য পূর্বাভাস হচ্ছে, দেশের চাহিদার তুলনায় অত্যধিক ব্যয়বহুল রাস্তাঘাট, পাতালরেল, মেট্রোরেল, সেতু, বিদেশীদের করিডরের জন্য তৈরী করা বহুমুখী রাস্তা, টানেল, বিমানবন্দর হুহু করে বাড়তে থাকায়।
কর্পোরেটোক্রেসির পূর্বাভাস হচ্ছে যায়গায় যায়গায় নতুন নতুন পর্যটন কেন্দ্র হওয়া, ৫ স্টার- সেভেন স্টার হোটেল হওয়া।
কর্পোরেটোক্রেসির আরেক পূর্বাভাস হলো মিডিয়ায় নারীবাদীদের চটকদার বিজ্ঞাপন, নারীদের নতুন কিছুর মাধ্যমে বেশি ইনকামের হাতছানি দেয়া।
কর্পোরেটোক্রেসি’ প্রথম ঘটেছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যম দিয়ে।
শুনেছি, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা নাকি কঠিন।
আজকে নতুন প্রজন্ম হয়ত বিজয় দিবস পালন করবে কনসার্ট, হাতে-মাথায় পতাকা বেন্ধে কিংবা বফ-গফ মিলে ভ্যালেন্টাইন ডে পালনের মধ্য দিয়ে।
কিন্তু আমি অনুরোধ করবো, এই ১৬ই ডিসেম্বর সবাই একবার হলেও চিন্তা করুন, দেশ নিয়ে,
দেশ কি সত্যিই নতুন কোন শিকলে বাধা হতে চলেছে ? চললেও আমরা কি সেটা বুঝতে পারছি ?
আর যদি পারি, তবে তার সমাধান কি ?
এই একটি দিনে, এই বিষয়টি নিয়ে একটি বার চিন্তা করলে আশাকরি সময়টা বৃথা যাবে না।