প্রসঙ্গঃ নুসরাত হত্যার রায়
১) নুসরাত হত্যাকাণ্ড নিয়ে আন্দোলন ছিলো ডেমোক্র্যাট ব্লক ইস্যু । সম্ভবত মাদ্রাসা বা ইসলামিস্ট ছাত্রী/নারী মহলের মধ্যে নারীবাদ প্রবেশ করাতে এই হত্যাকাণ্ড ঘটনো হয়। যে লোকগুলোকে ফাঁসির আদেশ দিছে আদৌ এ লোকগুলো দায়ী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অনেক সময় নিজেরাই নিজেদের লোক মেরে এসব বিদেশীব্লকগুলো নিজেদের ইস্যু চাঙ্গা করে।
২) নুসরাত হত্যায় ফাঁসির রায়ে ডেমোক্র্যাটদের উপকার হবে, কিন্তু জনগণের কোন উপকার হবে না। ১৬ জন কেন ১৬০০ লোককে ফাঁসি দিলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রী নিপীড়ন বন্ধ হবে না। এই ঘটনা থেকে যেটা দরকার ছিলো- শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক ও পুরুষ স্ট্যাফ এবং ছাত্রীদের জন্য নারী শিক্ষিকা ও নারী স্ট্যাফ নিয়োগ দেয়া, তার জন্য জোর দাবী তোলা। তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য জনগণরা সব ডেমোক্র্যাট ব্লকের পক্ষ হয়ে দাবী তুলেছে, কিন্তু জনগণের ব্লকের পক্ষ হয়ে যে দাবীগুলো তোলার দরকার ছিলো, সেটা কেউ তুলে নাই।