২০১৬ বি-বাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক ঘটনার কথা সবার স্মরণে থাকার কথা।এন.সি-৯০

২০১৬ বি-বাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক ঘটনার কথা সবার স্মরণে থাকার কথা।
২০১৬ বি-বাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক ঘটনার কথা সবার স্মরণে থাকার কথা।
ঘটনাটি সূত্রপাত রসরাজ নামক এক হিন্দু ব্যক্তির ফেসবুক আইডিতে একটি ছবিকে আপলোড করাকে নিয়ে। ছবিটি ছিলো মুসলমানদের কাবা ঘরের উপর শিবের মূর্তির ছবি। ছবিটি রসরাজ তার ফেসবুক আইডিতে আপলোড করে ২৮শে অক্টোবর, ২০১৬ তারিখে (https://bit.ly/31VPqOk)। এই রসরাজের ছবি নিয়ে বাংলাদেশের পুলিশ কম রঙ্গ তামাসা করে নাই। বড় বড় গবেষণাগারে পাঠাইলো এই ছবির উৎস নিয়ে। কেউ বললো- তার আইডি হ্যাক হইছে, কেউ বললো হ্যাকাররা এডিট করা ছবি তার আইডিতে ঢুকায় দিছে, তার পক্ষে এডিট করা সম্ভব না, ইত্যাদি ইত্যাদি নানান কথা।
কিন্তু এত বড় পণ্ডিতরা একটা কথা বললো না, অন্য কারো বানিয়ে দেয়া ছবি নিজেই আপলোড করতে পারে রসরাজ।। আমি কিন্তু ঐ সময় একটা স্ট্যাটাসে বলেছিলাম, কাবা ঘরের উপর শিবের ছবি, এটা রসরাসের বানানো না, এটা ‘Washim Bd’ নামক এক আইডি’র শুরু করা কাজ, রসরাজ শুধু ঐ ছবি নিয়ে নিজের টাইমলাইনে আপলোড করেছে (https://bit.ly/2pXeTKi)।
উল্লেখ্য, রসরাজ তার নিজ ফেসবুক আইডিতে উক্ত ছবিটি আপলোড করে ২৮শে অক্টোবর, ২০১৬ তারিখে। কিন্তু তারও তিন দিন আগে অর্থাৎ ২৫শে অক্টোবর, ২০১৬ তারিখে ‘Washim Bd’ নামক একটি ফেসবুক আইডি থেকে উক্ত ছবিটি ছড়ানো হয় (https://bit.ly/2MUSPcdhttp://archive.md/2CSC9)। শুধু তাই না, এই ছবিটি যেন বাংলাদেশের ফেসবুক মহলে উত্তেজনা তৈরী করে, এজন্য ২৫-২৯ অক্টোবর এই ৪টি দিনে মোট ২০ বার ঐ ছবিটি শুধু Washim Bd’র টাইম লাইনে পোস্ট করা হয়, যাকে বলা হয় উদ্দেশ্যমূলক ফ্লাডিং (https://bit.ly/2BNTC8x)।
আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, Washim Bd আইডির মালিক। তার মূল নাম অসীম কুমার তালুকদার। সে কুয়েত প্রবাসী। তার বাড়ি সম্ভবত বৃহত্তর বরিশালের কাশিপুর নামক কোন এলাকায়। তার আরেকটি আইডি আছে, যা সে নিজের নাম অর্থাৎ অসীম তালুকদার নামে চালায় (https://bit.ly/2PtSSxa)। নাসিরনগরের ঘটনার দিন অর্থাৎ ৩০ অক্টোবর থেকে অসীম বিডি আইডিতে স্ট্যাটাস দেয়া বন্ধ করে দেয় এবং কিছুদিন পর অসীম তালুকদার নামক আইডি খুলে।
অসীম কুমারের ফেসবুক আইডি দেখলে বুঝবেন, সে একজন পাক্কা ইসকনী। সে ইসকন আর কীর্তন ছাড়া কিছু বুঝে না। তার মুখে শুধু একটাই শ্লোক ‘হরে কৃষ্ণ’। তার ২৪ ঘণ্টা কাটে পোটলার মধ্যে হাত ঢুকিয়ে বিচি গুনে। অথচ তার ‘Washim Bd’ আইডিটা (https://bit.ly/31Wrrij) দেখলে নিশ্চিত হবেন, তার মূল উদ্দেশ্য বাংলাদেশে দাঙ্গা বাধানো। দাঙ্গা বাধানোর জন্য যা যা দরকার তার হাজার ভাগ উপাদান তার আইডি থেকে ফ্লাডিং করা হয়।
আমার এ স্ট্যাটাস দেয়ার উদ্দেশ্য, অনেকে দাবী করে ইসকন মাত্রই নিরীহ প্রাণী। তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তারা দাঙ্গা হাঙ্গামা কি বুঝে না। অথচ এই অসীম তালুকদারের Washim Bd আইটিটা দেখলে বুঝবেন, একজন ইসকন সদস্যের নিরামিষভোজী নিরীহ রূপের আড়ালে আসল উদ্দেশ্যটা কি। ইসকন সদস্য অসীম কুমার তালুকদার ইতিমধ্যে একটি সংঘাতের ঘটনা ঘটিয়ে হাজার হাজার মুসলমানকে জেলে ভরে কোনঠাসাও করে ফেলেছে। তাই ইসকন থেকে সাবধান।