বিতর্কিত নাগরিক বিলের প্রতিবাদে আসামের মুসলমানরা কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছে।এন.সি-৩৪

Related imageবিতর্কিত নাগরিক বিলের প্রতিবাদে আসামের মুসলমানরা কারফিউ ভেঙ্গে রাস্তায় নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশে গুলিতে নিহত হয়েছে ৩ জন। আমার মনে হয়, বাংলাদেশের ফেসবুক কমিউনিটিগুলোর প্রতিবাদকারীদের পক্ষে জোর প্রচারণা চালানো দরকার। বিশেষ করে- ’৪৭ – এ দেশভাগের সময় ভারত যে শর্তে বড় ভূমি পেয়েছিলো, মানে হিন্দু-মুসলিম নিরপেক্ষতা, সেই শর্ত সে ভঙ্গ করেছে। এখন ভারত হিন্দু রাষ্ট্র হতে চায়। কিন্তু হিন্দু রাষ্ট্র হতে চাইলে মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো আর ভারতের থাকতে পারে না। এই প্রদেশগুলোকে স্বাধীন করে দেয়ার দাবী তুলতে হবে। পাশাপাশি মোদি যে একটা চরম ধোকাবাজ সেটাও সবার জানার দরকার। কারণ ভারতে এখন অর্থনৈতিক সঙ্কট চরমে, এ অবস্থায় দেশের অর্থনীতি পুনর্গঠন না করে সে তার ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। সবাইকে একজোট হয়ে আসামের মুসলমানদের পাশে দাড়ানো এখন সময়ের দাবী।