মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা এই শব্দগুলোর কি কোন প্যাটেন্ট নাই ?
এই শব্দগুলো কারা কিভাবে কি উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে তার কি কোন নীতিমালা আছে ?
যারা এগুলো ব্যবহার করবে, তাদের কি রাষ্ট্রের কাছে তাদের কোন জবাবদিহি আছে ??
ইচ্ছা হইলো আর ক্যাডার বাহিনীর নাম রাখলো মুক্তিযোদ্ধা মঞ্চ?
মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করে একে ওকে হুমকি দিলো,
কাউরে পিটায় হাসপাতালে পাঠাইলো !
এই মুক্তিযোদ্ধা মঞ্চের কার্যক্রম !!
এই শব্দগুলো কারা কিভাবে কি উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে তার কি কোন নীতিমালা আছে ?
যারা এগুলো ব্যবহার করবে, তাদের কি রাষ্ট্রের কাছে তাদের কোন জবাবদিহি আছে ??
ইচ্ছা হইলো আর ক্যাডার বাহিনীর নাম রাখলো মুক্তিযোদ্ধা মঞ্চ?
মুক্তিযোদ্ধা শব্দ ব্যবহার করে একে ওকে হুমকি দিলো,
কাউরে পিটায় হাসপাতালে পাঠাইলো !
এই মুক্তিযোদ্ধা মঞ্চের কার্যক্রম !!
ঘটনা হইলো, কেউ কেউ রাজনীতির স্বার্থে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ১৯৭১ এগুলো বিক্রি করে দিছে,
লেবু বেশি চিপলে যেমন তিতা হইয়া যায়, তেমনি তারা এগুলো চিপা চিপা বিক্রি করতে এমন অবস্থায় নিছে, এখন এই শব্দগুলো ধিরে ধিরে গালিতে পরিণত হওয়া শুরু করছে।
যদি ইতিহাসের ভ্যালু বিচার করেন, তবে ভবিষ্যত প্রজন্মের একটা বড় ক্ষতি হয়ে গেছে।
ভবিষ্যত প্রজন্ম কিন্তু এই শব্দগুলো শুনে মনের মধ্যে আর দেশপ্রেম জাগ্রত করতে পারবে না।
বড় বড় আইন করবেন ? ১৪ বছরের জেল দিবেন ? লাভ নাই।
আইন করে পবিত্রতা রক্ষা হয় না, মন থেকে পবিত্রতা বুঝতে হয়।
লেবু বেশি চিপলে যেমন তিতা হইয়া যায়, তেমনি তারা এগুলো চিপা চিপা বিক্রি করতে এমন অবস্থায় নিছে, এখন এই শব্দগুলো ধিরে ধিরে গালিতে পরিণত হওয়া শুরু করছে।
যদি ইতিহাসের ভ্যালু বিচার করেন, তবে ভবিষ্যত প্রজন্মের একটা বড় ক্ষতি হয়ে গেছে।
ভবিষ্যত প্রজন্ম কিন্তু এই শব্দগুলো শুনে মনের মধ্যে আর দেশপ্রেম জাগ্রত করতে পারবে না।
বড় বড় আইন করবেন ? ১৪ বছরের জেল দিবেন ? লাভ নাই।
আইন করে পবিত্রতা রক্ষা হয় না, মন থেকে পবিত্রতা বুঝতে হয়।
এইজন্য আমি বলি, আমাদের রাষ্ট্রপতির কাজ শুধু জোকারি করা না, তার আরো কাজ আছে।
মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা শব্দগুলো আমাদের জাতীয় সম্পদ, এগুলোর অপব্যবহার রোধে রাষ্ট্রপতির ভূমিকা থাকার দরকার আছে। যারা এগুলো করতেছে, তারা কোন প্যাটেন্ট বলে এগুলো করতেছে,
রাষ্ট্রপতিকেই তা জিজ্ঞেস করতে হবে, রাষ্ট্রপতিকেই তার বিচারের ব্যবস্থা করতে হবে।
মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা শব্দগুলো আমাদের জাতীয় সম্পদ, এগুলোর অপব্যবহার রোধে রাষ্ট্রপতির ভূমিকা থাকার দরকার আছে। যারা এগুলো করতেছে, তারা কোন প্যাটেন্ট বলে এগুলো করতেছে,
রাষ্ট্রপতিকেই তা জিজ্ঞেস করতে হবে, রাষ্ট্রপতিকেই তার বিচারের ব্যবস্থা করতে হবে।