মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে মসজিদ-মাদ্রাসা ভাঙ্গার তালিকা। এন.সি-২৩


মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে মসজিদ-মাদ্রাসা ভাঙ্গার তালিকা
সম্প্রতি ভারতের মোদি সরকারের অর্থায়নে ঢাকার চারপাশে নদী তীরবর্তী বিভিন্ন ইসলাম ধর্মীয় স্থাপনা ভাঙ্গার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আছে ৬০টি জামে মসজিদ, ২টি নামাজঘর, ৫টি মাজার-দরবার, ১৩টি মাদ্রাসা, ১টি ঈদগাহ, ৪টি কবরস্থান এবং ১টি মৃতদের গোসলের স্থান আছে। (মোট ৮৬টি)
এক্ষেত্রে নদী রক্ষার নাম মুখে আনা হলেও নৌপরিবহন মন্ত্রনালয়ের এক সচিবের স্পষ্ট বক্তব্য হলো- “এখানে বিদেশীরা আসবে, পর্যটন কেন্দ্র হবে, সৌন্দর্য্য্ লাগবে। এখানে কোন প্রকার ধর্মীয় স্থাপনা রাখা যাবে না। এগুলো সরিয়ে ফেলা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ”
উল্লেখ্য, এই মসজিদ ও ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানাগুলোর প্রায় সবগুলোর ওয়াফক-রেজিস্ট্রেশন কাগজ আছে, অনেকগুলো বহু বছর পুরাতন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই মসজিদগুলোর সাথে নদীর গতিপথের কোন প্রকার সম্পর্ক নাই। কিন্তু সরকার জাস্ট গায়ের জোরে এগুলোকে অঅনুমোদিত/অবৈধ/‘নদী বাচানো’ মিথ্যা ট্যাগ গিয়ে ভাঙ্গার প্ল্যান নিয়েছে। এক্ষেত্রে তারা মসজিদ কমিটির একশ্রেণীর অসাধু ব্যক্তিকে ঘুষ দিয়ে কিংবা ভেঙ্গে অন্যত্র বড় করে গড়ে দেয়া হবে, এসব বক্তব্য শোনাচ্ছে।
কিন্তু কথা হলো মসজিদের শহর ঢাকা। মসজিদ এ শহরের ঐতিহ্য। এ শহরের নদীর তীরবর্তী এলাকায় মসজিদ থাকবে এটাই স্বাভাবিক। এর সাথে নদীর সৌন্দর্য্য্ নষ্টের কোন সম্পর্ক নাই, আর বিদেশীরা আসলেই বা কি সমস্যা হবে ? শুধুমাত্র মোদি সরকারকে খুশি রাখতে সরকার এই ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী প্ল্যান নিয়েছে এবং অনেকগুলো বাস্তবায়ন শুরু করে দিয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে এই বিষয়ে পোস্ট দেয়ার পর নৌ মন্ত্রনালেয়ের নিয়োগকৃত এক আইটি সেল থেকে আমার পেইজে কপি রাইট ইস্যুতে রিপোর্ট করে পেইজ ৫ দিনের জন্য জন্য শ্লো করে দেয়া হয়েছিলো।
ইসলাম ধর্মীয় স্থাপনা ভাঙ্গার তালিকা (মোট ৮৬টি)
মসজিদঃ
১। মসজিদে নূর মোহাম্মদীয়া ৬৬/১, এনসিজি রোড়, শ্যামপুর, ঢাকা।
২। উল্টিগঞ্জ জামে মসজিদ ১২/এ, সূত্রাপুর, ঢাকা।
৩। শ্যামবাজার জামে মসজিদ, শ্যামবাজার, ঢাকা।
৪। বাইতুন নাজাত জামে মসজিদ, সদরঘাট ছিনড়বমূল এতিমখানা ১১০ বাঁকল্যান্ড বাঁধ রোড, সদরঘাট, ঢাকা।
৫। বায়তুস সালম জামে মসজিদ নবাববাড়ী ঘাট, বাদামতলী,ঢাকা।
৬। বায়তুল আমান জামে মসজিদ বাদামতলী স্টীমার রোড,বাদামতলী ঘাট, ঢাকা।
৭। খতমে নবুয়ত জামে মসজিদ ও দীন মুহাম্মদ মাদ্রাসা কমপ্লেক্স জিনজিরা থানা ঘাট, কেরাণীগঞ্জ, ঢাকা।
৮। জিনজিরা টিনপট্টি জামে মসজিদ টিনপট্টি পোস্ট অফিস, জিনজিরা, কেরানীগঞ্জ, ঢাকা।
৯। রসুলপুর জামে মসজিদ, রসুলপুর, কেরাণীগঞ্জ, ঢাকা।
১০। জিনজিরা ফেরী ঘাট জামে মসজিদ মে.জা চররঘুনাথপুর, জিনজিরা কেরাণীগঞ্জ, ঢাকা।
১১। মান্ডাইল জামে মসজিদ, মান্ডাইল, কেরানীগঞ্জ, ঢাকা।
১২। খয়েজ নগর শাহী জামে মসজিদ খায়েজ নগর, কেরাণীগঞ্জ, ঢাকা।
১৩। খোলামোড়া ঘাট জামে মসজিদ ও খোলামোড়া মহিলা মাদ্রাসা, ব্রাক্ষণকিত্তা খোলামোড়া লঞ্চঘাট, কেরানীগঞ্জ, ঢাকা।
১৪। বায়তুন নূর জামে মসজিদ বরিশুরঘাট, বেড়ীবাঁধ, কামরাঙ্গীরচর, ঢাকা।
১৫। নূরজাহান জামে মসজিদ অশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
১৬। বাইতুন নূর জামে মসজিদ অশ্রাফাবাদ, পাকাপুল, কামরাঙ্গীরচর, ঢাকা।
১৭। বাইতুল হোসনা জমে মসজিদ অশ্রাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
১৮। মুসলিমবাগ টাওয়ার জামে মসজিদ মুসলিমবাগ, পূর্ব কামরাঙ্গীরচর, ঢাকা।
১৯। বাইতুর রহমান জামে মসজিদ নূরবাগ (রসুলবাগ), মাতবর বাজার, বেড়িবাঁধ কামরাঙ্গীরচর, ঢাকা।
২০। আল-আকসা জামে মসজিদ কামরাঙ্গীরচর সরকার রোড, লালগুদাম গাঙ্গীর, ঢাকা।
২১। বায়তুল হালিম জামে মসজিদ কায়লাঘাট, কামরাঙ্গীরচর, ঢাকা।
২২। বায়তুন নূর জামে মসজিদ ও এতিমখানা মাদ্রাসা ঝাউচর, (ইসহাকাবাদ) পশ্চিম হাজারীবাগ, ঢাকা।
২৩। বায়তুল মামুর জামে মসজিদ ঝাউচর খেয়াঘাট, কামরাঙ্গীরচর, ঢাকা।
২৪। নূরে মদিনা নগর জামে মসজিদ ও মাদ্রাসা মদিনা নগর, হাজারীবাগ, ঢাকা।
২৫। বায়তুন নূর জামে মসজিদ চর ওয়াশপুর (পূর্বপাড়া), কেরানীগঞ্জ,ঢাকা।
২৬। দারুসসালাম জামে মসজিদ ঝাউচর, পশ্চিম হাজারীবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা।
২৭। বায়তুর রহমান জামে মসজিদ ও মাদ্রাসা বসিলা (উত্তর পাড়া), ঢাকা।
২৮। ঈসা খাঁ বায়তুল্লাহ জামে মসজিদ ইসাকাবাদ, কাউন্দিয়া, সাভার, ঢাকা।
২৯। গাবতলী বালু ঘাট জামে মসজিদ, দারুস সালাম, ঢাকা।
৩০। মিরপুর ব্রীজঘাট শাহী জামে মসজিদ গাবতলী, ঢাকা-১২১৬।
৩১। মিরপুর বাজার জামে মসজিদ মিরপুর বড়বাজার, ঢাকা।
৩২। মিরপুর বাজার মসজিদ মিরপুরর বড়বাজার,ঢাকা।
৩৩। জাহানবাদ বাইতুর রহমান জামে মসজিদ জাহানবাদ, দারুস সালাম মিরপুর-১, ঢাকা-১২১৬।
৩৪। শাহী জামে মসজিদ('সিনিড়বরটেক জামে মসজিদ) বটতলা (নিউ মাজার রোড) দিয়াবাড়ী, মিরপুর-১।
৩৫। জানড়বাতুল ফেরদোস জামে মসজিদ (তুরাগ বেড়ী বাধ সংলগড়ব) থানা-শাহ আলী, মিরপুর-১।
৩৬। আবদুল মোতালেব জামে মসজিদ বাগসাত্রা (পূর্বপাড়া), উত্তর কাউন্দিয়া সাগর, ঢাকা।
৩৭। মসজিদ-ই-তামনড়বা (সিনিড়বরটেক ল্যান্ডিং স্টেশনের ১কিমি উত্তরে) নবাবের বাগ (বেড়িবাঁধ পাকা রাস্তা মাথা), মিরপুর-১, ঢাকা।
৩৮। বায়তুল আমান হামিদিয়া জামে মসজিদ গোড়ান চটবড়ি, মিরপুর-১, ঢাকা-১২১৬।
৩৯। পূর্ব ধর্মগঞ্জ নদীর পাড় জামে মসজিদ, এনায়েত নগর, ফতুল্লা।
৪০। হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদ, হাসনাবাদ দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১১।
৪১। কান্দাপাড়া জামে মসজিদ, কাউটাইল, কান্দাপাড়া, কেরানীগঞ্জ।
৪২। বায়তুল নূর জামে মসজিদ পশ্চিম আব্দুল্লাপুর, উত্তরা, ঢাকা।
৪৩। টংগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর স্থাপনা টংগী বাজার, গাজীপুর।
৪৪। আন নূর জামে মসজিদ কাঠালতলা,ফায়েদাবাদ দক্ষিণ খান, ঢাকা।
৪৫। মসজিদুল হুদা রাজাবাড়ী গুদারাঘাট, উত্তর খান, ঢাকা।
৪৬। খতমে নবুয়ত জামে মসজিদ ও দ্বীন মুহাম্মদ মাদ্রাসা কমপ্লেক্স, কেরাণীগঞ্জ জিনজিরা থানার ঘাট।
৪৭। খাজা বাবা ফরিদপুরী জামে মসজিদ মিরাশপাড়া, টঙ্গী, গাজীপুর।
৪৮। জামিয়াতুল বদর আল-আরাবিয়া আল ইসলামিয়া মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা, ডেলনা, খিলক্ষেত,ঢাকা।
৪৯। ইছাপুরা জামে মসজিদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫০। চরচনপাড়া জামে মসজিদ ও চরচনপাড়া হাজী নূরজাহান বেগম হাফিজিয়া মাদ্রাসা চরচনপাড়া, কায়েতপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫১। পশ্চিম গাঁও দক্ষিণ পাড়া জামে মসজিদ গ্রামঃ পশ্চিমগাঁও পোষ্টঃ পূর্বগ্রাম, ইউনিয়নঃ কায়েতপাড়া, ওয়ার্ড নং-৮ থানঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ।
৫২। পশ্চিমগাঁও ভূইয়া বাড়ি জামে মসজিদ গ্রামঃ পশ্চিমগাঁও পোস্টঃ পূর্ব গ্রাম, ইউনিয়নঃ কায়েতপাড়া, ওয়ার্ড নং- ৮ থানঃ রুপপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
৫৩। বায়তুল হুদা জামে মসজিদ, গ্রামঃ পশ্চিমগাঁও পোস্টঃ পূর্ব গ্রাম, ইউনিয়নঃ কায়েতপাড়া, ওয়ার্ড নং- ৮ থানাঃ রূপগঞ্জ জেলাঃ নারায়ণগঞ্জ।
৫৪। তাম্বুরাবাদ ফোরকানিয়া জামে মসজিদ তাম্বুরাবাদ, ডেমরা, ঢাকা।
৫৫। ইষ্টার্ণবোর্ড এন্ড পেপার মিল মসজিদ দক্ষিণ পাড়া, কায়েতপাড়া, রূপগঞ্জ।
৫৬। দেওয়ানবাড়ী জামে মসজিদ, পশ্চিম ফিড়িংগি বাজার, পঞ্চসার, মুন্সিগঞ্জ।
৫৭। মুক্তারপুর বায়তুস সালাম জামে মসজিদ মুক্তারপুর, পঞ্চসার, মুন্সিগঞ্জ।
৫৮। রূপসী জামে মসজিদ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫৯। বায়তুল্লাহ জামে মসজিদ চাঁনপাড়া (সীমানা পিলার সংলগড়ৰ) চানপাড়া, ৬নং রোডে, নারায়ণগঞ্জ।
৬০। শুকুরসী জামে মসজিদ শন্তিরা বালুরঘাট ডেমরা, ঢাকা।
নামাজঘরঃ
১। হক কোল্ড স্টোরেজ নামাজঘর কুতুবপুর কাঁচপুর সোনারগাঁও, নারায়ণগঞ্জ।।
২। পাঞ্জেগানা নামাজ ঘর আটি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
মাজার ও দরবার ঃ
১। দয়াল বাবা হযরত গঙ্গা শাহ (রহঃ) নূরানী গায়েবী বাবা দরবার শরীফ মিলব্যারাক পুলিশ লাইন, ঢাকা।
২। হযরত হেকমত উল্লাহ শাহ (রহ) ও হযরত রহমত উল্লাহ শাহ (রহঃ) এর মাজার শরীফ চরচনপাড়া(গাবতলী) রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩। খাজাবাবা খানকা শরিফ মালিপাথর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ।
৪। হযরত পাঁচপীর শাহ দরগাহ শরীফ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫। উল্টিগঞ্জ জামে মসজিদ সংলগ্ন মাজার, ১২/এ, সূত্রাপুর, ঢাকা।
মাদ্রাসাঃ
১। জামিয়া তলাবিয়া অশ্রাফুল উলুম মাদ্রাসা নিজামবাগ, কামরাঙ্গীরচর,ঢাকা।
২। নূর এতিমখান মাদ্রাসা পাড়া, আশ্রাফাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
৩। মারিয়া ইক্বরা হাফিজিয়া নূরাণী মাদ্রাসা ও এতিম খানা গোড়ান চটবাড়ি (শক্তি সাগর পুকুর পাড়), মিরপুর-১ ঢাকা।
৪। আলীগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা আলীগঞ্জ ফতুল্লা করস্থান, আলীগঞ্জ।
৫। কন্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোন্ডা,দক্ষিন কেরাণীগঞ্জ।
৬। জামিয়া হুসাইন ইবনে আলী (রাঃ) দারুল উলুম, হাসনাবাদ ঐতিহসিক জামে মসজিদ সংলগ্ন।
৭। ডেলনা এতিমখানা ও ইসলামীয়া মাদ্রাসা ডেলনা, খিলক্ষেত, ঢাকা।
৮। রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা রাজাবাড়ি ঘাট, টঙ্গী, গাজীপুর।
৯। তলনা দারুল জানড়বাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, তলনা, খিলক্ষেত,ঢাকা।
১০। দারুল উলুম শহীদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা ডেলনা, খিলখেত, ঢাকা।
১১। পশ্চিমগাঁও মাদ্রাসাই ইসলামিয়া জামিয়ুল উলুম গ্রামঃ পশ্চিমগাঁও পোস্টঃ পূর্ব গ্রাম, ইউনিয়নঃ কায়েতপাড়া, ওয়ার্ড নং-৮ থানঃ রূপগঞ্জ জেলাঃ নারায়ণগঞ্জ।
১২। মসজিদে সাহাবা মাদ্রাসা মুনজিল খোল সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
১৩। সদরঘাট ছিন্নবমূল এতিমখানা ১১০ বাঁকল্যান্ড বাঁধ রোড, সদরঘাট, ঢাকা।
ঈদগাহঃ
১। বিরুলিয়া ঈদগাহ বিরুলিয়া, সাভার,ঢাকা।
কবরস্থানঃ
১। বিরুলিয়া কবরস্থান বিরুলিয়া, সাভার, ঢাকা।
২। হাসনাবাদ ঐতিহাসিক কবরস্থান, হাসনাবাদ ঐতিহাসিক জামে মসজিদ সংলগ্ন।
৩। উত্তর পানগাঁও কবরস্থান।
৪। বাগবাড়ি কবরস্থান মুক্তারপুর, মুন্সিগঞ্জ।
মৃতদের গোসলের স্থান
১। মুসলিমবাগ মৃত ব্যক্তির গোসলের স্থান ৫৭ নং ওয়ার্ড, মুসলিমবাগ, কামরাঙ্গীরচর।