আজকে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন আজকে এক সংবাদ করছে, যার শিরোনাম- “নুরকে যারা মারছেন তারাই আপনার শত্রু, প্রধানমন্ত্রী”। আসলে কথাটা সে ভুল বলেনি। আমি শুধু তার কথার পক্ষে একটা দলিল দিলাম।
নুরুকে মারায় অভিযুক্ত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের কয়েক মাস আগে শেয়ার করা একটা স্ট্যাটাস দেখেনে, যেখানে সে পঙ্কজ দেবনাথের পক্ষে বিপুল সাফাই গাইছে। এমনকি পঙ্কজকে ট্যাগও করছে। উল্লেখ্য মাসখানেক আগে পঙ্কজ দেবনাথকে দলবিরোধী কাজে সংযুক্ত থাকার জন্য শেখ হাসিনা নিজেই সর্ব প্রকার কাজ থেকে অব্যহতি দেয়। এমনকি তার বিদেশ যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই পঙ্কজের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে নিলজ্র্জভাবে ওকালতি করতেছে সনজিত। এমনকি পঙ্কজবিরোধীদের আইন করে বিচার চাইছে। তাহলে তার বিচার চাওয়া থেকে নিশ্চয়ই দলের বড় বড় নেতারাও কিন্তু বাদ যায় না, কি বলেন ?
নুরুকে মারায় অভিযুক্ত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের কয়েক মাস আগে শেয়ার করা একটা স্ট্যাটাস দেখেনে, যেখানে সে পঙ্কজ দেবনাথের পক্ষে বিপুল সাফাই গাইছে। এমনকি পঙ্কজকে ট্যাগও করছে। উল্লেখ্য মাসখানেক আগে পঙ্কজ দেবনাথকে দলবিরোধী কাজে সংযুক্ত থাকার জন্য শেখ হাসিনা নিজেই সর্ব প্রকার কাজ থেকে অব্যহতি দেয়। এমনকি তার বিদেশ যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই পঙ্কজের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে নিলজ্র্জভাবে ওকালতি করতেছে সনজিত। এমনকি পঙ্কজবিরোধীদের আইন করে বিচার চাইছে। তাহলে তার বিচার চাওয়া থেকে নিশ্চয়ই দলের বড় বড় নেতারাও কিন্তু বাদ যায় না, কি বলেন ?
স্ট্যাটাস লিঙ্ক- https://www.facebook.com/sonjitchandra.das.5/posts/364023111199670
(স্ট্যাটাসের আর্কাইভ- http://archive.is/AcOhz)