বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, একজন নারী জন্ম নিরোধক পিল খেয়ে বলছে- “আমি এখন নিশ্চিন্ত”। এন.সি- ১৪০

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে,
একজন নারী জন্ম নিরোধক পিল খেয়ে বলছে- “আমি এখন নিশ্চিন্ত”।
Related image
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে,
একজন নারী জন্ম নিরোধক পিল খেয়ে বলছে- “আমি এখন নিশ্চিন্ত”।
কিন্তু আসলেই কি জন্ম নিরোধক পিল খেয়ে নারী নিশ্চিন্ত হতে পারছে ?
হয়ত তার পেটে সন্তান বাসা বাধছে না,
কিন্তু বাসা বাধছে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধী।
খবর বলছে-
১) স্ট্রোক ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায় জন্মনিয়ন্ত্রণ পিল!
(https://bit.ly/2OfSylb)
২) জন্মনিয়ন্ত্রণ পিল সেবনে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে
(https://bit.ly/2Mepk3o)
৩) জন্মনিয়ন্ত্রণ পিলে ক্যান্সারের ঝুঁকি!
(https://bit.ly/2VgakGy)
আমরা কয়েকদিন আগে দেখেছি-
রেনিটিডিন ওষুধে ক্যান্সার সেবনে ক্যান্সারের ঝুঁকি থাকে বিধায় তা দেশ থেকে নিষিদ্ধ করা হয়।
ধুমপানে ক্যান্সার হয়, বিধায় সিগেরেটের প্যাকেটে বড় করে লেখা থাকে, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কিন্তু জন্মনিরোধীকরণ পিল সেবনে ক্যান্সারের ঝুকি থাকার পরও সেখানে লেখা থাকে-
নিশ্চিন্ত, নিরাপদ, ভাবনাহীন…… আশ্চর্য।
উল্লেখ্য দেশে নারীদের মধ্যে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে জরায়ু ও স্তন ক্যান্সার রোগীর সংখ্যা । (https://youtu.be/42A5UKHzDXE )
কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এটা যে পিলের ব্যাপক ব্যবহারের কারণে হচ্ছে তা মিডিয়া ও ডাক্তারগণ প্রকাশ্যে এড়িয়ে যাচ্ছে। উপরন্তু কিছু মিডিয়া দাবী করছে, বাল্যবিবাহের কারণে নাকি নারীদের ক্যান্সার বাড়ছে (ইউটিউব লিঙ্কে ইন্ডিপেন্ডেন্ট টিভির খরবটি দেখুন) ।
কিন্তু কথা হলো- বাংলাদেশের তো বাল্যবিবাহ কমছে, তাহলে তো সূত্রমতে নারীদের ক্যান্সারও কমার কথা ছিলো। কিন্তু বাল্যবিবাহ কমলেও ক্যান্সার বাড়লে বোঝা যাচ্ছে, বাল্যবিবাহ ক্যান্সারের পেছনে দায়ী নয়, দায়ী অন্য কিছু, যা নারীদের মধ্যে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং অবশ্যই সেটা জন্মনিরোধীকরণ পিল, কিন্তু সেই বিষয়টি বিষ্ময়করভাবে এড়িয়ে যাচ্ছে সবাই।
এখন কথা হলো-
ক্যান্সারের ঝুঁকি থাকার কারণে হয় এসব জন্মনিরোধীকরণ পিল নিষিদ্ধ হোক
অথবা সিগেরেটের প্যাকেটের মত এসব পিলের প্যাকেটে বড় হরফে লেখা হোক-
“ সাবধান ! জন্মনিরোধীকরণ পিল ক্যান্সার সৃষ্টির কারণ”।