আমি একটা কথা অনেক আগে থেকে বলছি-
বর্তমানে দেশে যে অর্থনৈতিক সংকট এসেছে বা আরো বড় যে সংকট আসছে,
এর পেছনে সরকারের ভুল অর্থনৈতিক পলিসি দায়ী।
এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক পলিসি মেকার কারা আগে তাদের যাচাই করতে হবে।
তারা যে দেশকে একটা ভুল পরিস্থিতির দিকে নিয়ে গেছে সেটা কি তারা বুঝতে পারছে ?
এবং ভুলের কারণে যে সংকট হয়েছে, সেটা কি তারা সামাল দিতে পারবে ?
যদি না পারে, তবে ঐ পলিসি মেকারদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।
এর বদলে যারা এই কঠিন সময়ে দেশকে শক্ত হাতে ধরে সমস্যার সামাল দিতে পারবে,
তাদের হাতে অর্থনৈতিক পলিসি মেকিং (রাষ্ট্রীয় ক্ষমতা না) এর দায়িত্ব নেয়া উচিত।
এবং অবশ্যই সেটা অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে।
বর্তমানে দেশে যে অর্থনৈতিক সংকট এসেছে বা আরো বড় যে সংকট আসছে,
এর পেছনে সরকারের ভুল অর্থনৈতিক পলিসি দায়ী।
এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক পলিসি মেকার কারা আগে তাদের যাচাই করতে হবে।
তারা যে দেশকে একটা ভুল পরিস্থিতির দিকে নিয়ে গেছে সেটা কি তারা বুঝতে পারছে ?
এবং ভুলের কারণে যে সংকট হয়েছে, সেটা কি তারা সামাল দিতে পারবে ?
যদি না পারে, তবে ঐ পলিসি মেকারদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।
এর বদলে যারা এই কঠিন সময়ে দেশকে শক্ত হাতে ধরে সমস্যার সামাল দিতে পারবে,
তাদের হাতে অর্থনৈতিক পলিসি মেকিং (রাষ্ট্রীয় ক্ষমতা না) এর দায়িত্ব নেয়া উচিত।
এবং অবশ্যই সেটা অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে।
বতর্মান সরকারের ভুল হলো-সরকার দুই নীতি নিয়েই খুশি।
এক দুর্নীতি, দুই রাজনীতি।
সরকারের ভুল নীতির সুযোগে একদল দুর্নীতি করছে।
আরার যখন ভুল ধরা পড়েতেছে, তখন ভুলটা স্বীকার না করে সরকার বলতেছে-
“বিএনপি আমলের সাথে তুলনা করে দেখুন তো আমরা ভালো আছি কি না ?”
এই যে অন্য রাজনৈতিক দলকে পাল্লা মেনে ভালো-মন্দের যাচাই করার রাজনৈতিক মানসিকতা,
সেখান থেকেই আর ভুল শুধুরাতে পারছে না সরকার।
আর এই দুই নীতির পিশাপিশিতে বিকল হচ্ছে অর্থনীতি।
এক দুর্নীতি, দুই রাজনীতি।
সরকারের ভুল নীতির সুযোগে একদল দুর্নীতি করছে।
আরার যখন ভুল ধরা পড়েতেছে, তখন ভুলটা স্বীকার না করে সরকার বলতেছে-
“বিএনপি আমলের সাথে তুলনা করে দেখুন তো আমরা ভালো আছি কি না ?”
এই যে অন্য রাজনৈতিক দলকে পাল্লা মেনে ভালো-মন্দের যাচাই করার রাজনৈতিক মানসিকতা,
সেখান থেকেই আর ভুল শুধুরাতে পারছে না সরকার।
আর এই দুই নীতির পিশাপিশিতে বিকল হচ্ছে অর্থনীতি।
আবার পাবলিকলি যাদের ভয়েস আছে, তারাও রাজনীতির অংশ হয়ে উঠেছে।
মানে তারা শুধু সরকারবিরোধীতাই প্রচার করতেছে, এবং সেটা প্রচার করে নিজের দল ভারি করছে।
কিন্তু মূল কোন অংশটায় দেশের সমস্যা হচ্ছে,সেটা চিহ্নিত করে সঠিকটা ধরিয়ে দিচ্ছে না (অথবা তারা নিজেরাই ভালোটা জানে না)।
মানে তারা শুধু সরকারবিরোধীতাই প্রচার করতেছে, এবং সেটা প্রচার করে নিজের দল ভারি করছে।
কিন্তু মূল কোন অংশটায় দেশের সমস্যা হচ্ছে,সেটা চিহ্নিত করে সঠিকটা ধরিয়ে দিচ্ছে না (অথবা তারা নিজেরাই ভালোটা জানে না)।
মূলত অর্থনৈতিক পলিসি’র ক্ষেত্রে সরকার যে মাস্টার প্ল্যান নিয়েছে, আমার দৃষ্টিতে সেটা একটা বিরাট ভুল সিদ্ধান্ত। শুধু ভালো ভালো রাস্তাঘাট, তেল-বিদ্যুৎ আর সস্তায় শ্রমিক দিলেই বিদেশী ইনভেস্ট আসবে বলে আমার মনে হয় না। এখানে আরেকটি জিনিস দরকার আছে, সেটা হলো – কাচামাল।
আমাদের দেশে কিন্তু কাচামাল নাই। ইন্ডাস্ট্রিয়াল কাচামালের জন্য আমারাই কিন্তু চীন-ভারতের উপর নির্ভরশীল। তাহলে বিদেশী বিনিয়োগকারীরা কেন ভারত-চীন বাদ দিয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে যাবে ?
কাচামাল আর শ্রমিকের কম্বিনেশন হলে পাওয়ার-এনার্জি আর রাস্তাঘাট কম সময়েই পাওয়া যায়। সমস্যা হলো- আমাদের যারা অর্থনৈতিক পলিসি মেকার, তাদের চিন্তার দৌড় কতদূর সেটা জানার বিষয়।
তাদের ভাববার বিষয় ছিলো, আমাদের দেশী ব্যবসায়ী বা উৎপাদকরা কেন পারছেন না ? কেন তাদের পণ্য খরচ আন্তর্জাতিক ব্যবসায়ীদের থেকে বেশি হয়ে উঠছে ? তাহলে আমাদের দেশে দেশী ব্যবসায়ীরা যদি না পারে, তবে বিদেশী ব্যবসায়ীরা পারবে পারবে কোন যাদুবলে ? এখানে মূল বটলনেক চিহ্নিত করে তার সমাধান করতে হবে। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আনুসাঙ্গিক নিয়ে দৌড়াচ্ছি।
আমাদের দেশে কিন্তু কাচামাল নাই। ইন্ডাস্ট্রিয়াল কাচামালের জন্য আমারাই কিন্তু চীন-ভারতের উপর নির্ভরশীল। তাহলে বিদেশী বিনিয়োগকারীরা কেন ভারত-চীন বাদ দিয়ে বাংলাদেশে ইনভেস্ট করতে যাবে ?
কাচামাল আর শ্রমিকের কম্বিনেশন হলে পাওয়ার-এনার্জি আর রাস্তাঘাট কম সময়েই পাওয়া যায়। সমস্যা হলো- আমাদের যারা অর্থনৈতিক পলিসি মেকার, তাদের চিন্তার দৌড় কতদূর সেটা জানার বিষয়।
তাদের ভাববার বিষয় ছিলো, আমাদের দেশী ব্যবসায়ী বা উৎপাদকরা কেন পারছেন না ? কেন তাদের পণ্য খরচ আন্তর্জাতিক ব্যবসায়ীদের থেকে বেশি হয়ে উঠছে ? তাহলে আমাদের দেশে দেশী ব্যবসায়ীরা যদি না পারে, তবে বিদেশী ব্যবসায়ীরা পারবে পারবে কোন যাদুবলে ? এখানে মূল বটলনেক চিহ্নিত করে তার সমাধান করতে হবে। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আনুসাঙ্গিক নিয়ে দৌড়াচ্ছি।
আসলে এখন যেটা করতে হবে-
দেশের অর্থনীতিকে বাচানোর জন্য নিরপেক্ষভাবে বৃদ্ধিবৃত্তিকভাবে কাজ করার প্রয়োজন। কোন রাজনৈতিক দল বা পক্ষ বিপক্ষ নয়, শুধু জনগণের পক্ষে দেশের পক্ষে। রাজনৈতিক দল বা পক্ষ থেকে মুক্ত হয়ে নিরপেক্ষ বুদ্ধিবৃত্তিক দিক নির্দেশনা ও সে অনুসারে অর্থনীতি চালনা করতে পারলে এ সংকটময় মুহুর্তে দেশকে কঠিন অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, এছাড়া নয়।
দেশের অর্থনীতিকে বাচানোর জন্য নিরপেক্ষভাবে বৃদ্ধিবৃত্তিকভাবে কাজ করার প্রয়োজন। কোন রাজনৈতিক দল বা পক্ষ বিপক্ষ নয়, শুধু জনগণের পক্ষে দেশের পক্ষে। রাজনৈতিক দল বা পক্ষ থেকে মুক্ত হয়ে নিরপেক্ষ বুদ্ধিবৃত্তিক দিক নির্দেশনা ও সে অনুসারে অর্থনীতি চালনা করতে পারলে এ সংকটময় মুহুর্তে দেশকে কঠিন অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব, এছাড়া নয়।