বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীকে অভিবাদন। এন.সি- ৯৫

Image result for তলোয়ার“ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে”- এই কথাটা আওয়ামী সরকারের কেউ এখন পর্যন্ত ভারতে গিয়ে বলতে পারেনি। টিপু মুনসী সম্ভবত প্রথম।
২৪শে অক্টোবর, ২০১৯ তারিখে ভারতের যুগশঙ্ঘ পত্রিকায়, “বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত, ভারতে মুসলিমরা নন! বিস্ফোরক হাসিনার মন্ত্রী” শিরোনামে খরব ছাপা হয়।
খবরে প্রকাশ, টিপু মুনসি আসামে গিয়ে মিডিয়ার সামনে বলেন-
“আপনাদের দেশ (ভারত) থেকে কী খবর পাচ্ছি আমরা। ভারতে মুসলমানরা নিরাপদে নন। সর্বত্র না হলেও কিছু কিছু স্থানে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। উত্তর ভারতের নানা স্থানে ওই ধরনের ঘটনা ঘটছে। গো মাংস (গরুর গোশত) খাওয়া নিয়ে নির্যাতন হয়। মুসলমানদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করানো হয়।”
(বিস্তারিত-https://bit.ly/32PaVSo)
ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের দায়িত্বশীলদেরকে এই কথাটা শক্ত করে প্রতিবেশী দেশে গিয়ে বার বার বলতে হবে, এই বিষয়টি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের এক বিরাট প্রত্যাশা।