কর্পোরেটোক্রেসি’র পলিসিগুলো ভারতের উপর অ্যাপ্লাই শুরু হয়েছে বেশ কয়েক বছর আগ থেকে।এন.সি-৩৯

Related image
কর্পোরেটোক্রেসি’র পলিসিগুলো ভারতের উপর অ্যাপ্লাই শুরু হয়েছে বেশ কয়েক বছর আগ থেকে।
ভারতে যদি খবর নেন, দেখবেন সেখানে বিদেশী ব্যবসায়ীদের আগমণের জন্য অনেক প্রস্তুতি নিয়েছে মোদি সরকার। এর পার্শ্বপ্রতিক্রিয়ায় অবশ্য লক্ষ লক্ষ লোক আত্মহত্যা করেছে সেখানে এবং এখনও করছে।
কিন্তু কর্পোরেটোক্রেসি অ্যাপ্লাই করলে পাবলিককে সেই ক্ষত ভুলিয়ে রাখার জন্য আরো কিছু দিতে হয়, ঠিক যেভাবে অপরেশন থিয়েটারে কাটাছেড়ার ব্যথ্যা ভুলয়ে রাখার জন্য দেয়া হয় প্যাথেডিন, ঠিক সেরকম। মোদি সরকারের এক্ষেত্রে প্যাথেডিন হলো- উগ্র হিন্দুত্ববাদ জাগ্রত করা, ইসলাম ও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেয়া।
এখন কথা হলো- বাংলাদেশে যখন ভারতের অনুকরণে সরকার কর্পোরেটোক্রেসি অ্যাপ্লাই করা শুরু করেছে, তখন প্যাথেডিন হিসেবে কি দেয়া হবে ?
সম্প্রতি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেলো ভারতীয় নায়ক নতর্কী এনে প্রধানমন্ত্রী নিজে দেখিয়ে দিলেন জাতিকে কিভাবে বিদেশী অর্ধ নগ্ন বাঈজীদের নাচে মত্ত থাকতে হয়। চারপাশে দেখানো হয় রং বে রং এর আতশবাজি। এছাড়া মাসব্যাপী শত শত কোটি টাকা খরচ করে বিদেশী ক্রিকেট খেলোয়াড় এনে মাঠ মাতিয়ে রাখার কৌশল তো আছেই। শুনলাম, কিছুদিন পর নাকি আগে আসবে ইউরোপীয় ফুটবল ক্লাব ম্যাঞ্জেস্টার ইউনাইটেড ক্লাব, তাদের শুধু নগদ দিতে হবে ২৮ কোটি টাকা। এভাবে সরকার ১ বছরব্যাপী বঙ্গবন্ধুর নাম করে এসব নর্তন কুর্দন দেখাবে পাবলিককে ভুলিয়ে রাখার জন্য।
কিন্তু ক্যাটরিনা কাইফের কোমড় দুলুনির আড়ালে গত ১ সপ্তাহে যে খবরগুলো আড়াল করার চেষ্টা করা হয়েছে, সেগুলো জানা জরুরী-
১) ০৪ ডিসেম্বর ২০১৯
দরিদ্রতার কারণে সুইসাইড নোট লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহতা।
(https://bit.ly/2P5YDAH)
২) ৪ই ডিসেম্বর, ২০১৯
মুন্সিগঞ্জে ঋণগ্রস্ত ৪ সন্তানের জননীর আত্মহত্যা
(https://bit.ly/2RDojWZ)
৩) ০৫ ডিসেম্বর ২০১৯
সুনামগঞ্জে ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যা
(https://bit.ly/2E2n0Zx)
৪) ৭ই ডিসেম্বর, ২০১৯
অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় টাঙ্গাইলে গায়ে কেরোসিন ঢেলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
(https://bit.ly/35aJALt)
৫) ৭ই ডিসেম্বর, ২০১৯
ঋণের বোঝা সহ্য করতে না পেরে বান্দরবানে কলপ পান করে নাপিতের আত্মহত্যা
(https://bit.ly/2P64nue)
৬) ৯ই ডিসেম্বর, ২০১৯
ঋণের দায়ে রাজশাহীতে ধান ব্যবসায়ীয় আত্মহত্যা
(https://bit.ly/2YBJr1l)
৭) ১০ই ডিসেম্বর, ২০১৯
নারায়ণগঞ্জে সন্তানের দোলনার রশি দিয়ে ঋণগ্রস্ত বাবার আত্মহত্যা
(https://bit.ly/38rzHuY)
৮) ১০ই ডিসেম্বর, ২০১৯
নাটোরে ঋণগ্রস্ত গৃহবধূর আত্মহত্যা
(https://bit.ly/2LInfx8)
সমাজের অধিকাংশ মানুষ, এখন সংসার চালাতে পারছে না, কেউ ঋণ করে চালাচ্ছে। কিন্তু এভাবে করে আর কত দিন ? কর্পোরেটোক্রেসি’র পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ বাড়তে থাকবে আত্মহত্যা। কথা হলো- সরকার কতদিন ভারতীয় বাঈজীর নাচ দেখিয়ে এই সাইডইফেক্ট ঢেকে রাখবে, সেটাই দেখার বিষয়।