কর্পোরেটোক্রেসি থেকে বাচার উপায় কি ?এন.সি-৪০

Related image
কর্পোরেটোক্রেসি নিয়ে লেখালেখি করার সময় অনেকেই বলেছিলেন-
কর্পোরেটোক্রেসি থেকে বাচার উপায় কি ?
আসলে কর্পোরেটোক্রেসি বলতে কি বুঝি, এটা আগে জানতে হবে।
কর্পোরেটোক্রেসি হলো সম্রাজ্যবাদী কর্পোরেট বা বিদেশী ব্যবসায়ীদের শাসন, যা তারা কোন দেশের সরকারের মধ্য দিয়ে ঐ দেশে প্রতিষ্ঠিত করে। বিদেশী কর্পোরেটরা কোন দেশকে টার্গেট করে ঐ দেশের সরকারের মাধ্যমে ঐ দেশের অর্থনীতি দখল করে। অর্থাৎ-
(১) বিদেশী কর্পোরেট--(২)নির্দ্দিষ্ট দেশের সরকার--(৩)নির্দ্দিষ্ট দেশের অর্থনীতি
এখন আপনাকে যদি এই সিস্টেম বন্ধ করতে হয়, তবে দুটি বিষয় করতে হবে-
প্রথমত যেটা করতে হবে মধ্যবর্তী অংশে বাধা প্রদান করতে হবে, তাহলে ১ অংশ আর ৩ অংশ ছুতে পারবে না।
দ্বিতীয়ত যেটা করতে হবে- বিদেশী কর্পোরেট বা ব্যবসায়ীদের বিপরীতে দেশী ব্যবসায়ী বা কর্পোরেটদের দাড় করাতে হবে।
আপনি যতক্ষণ বিদেশী ব্যবসায়ীদের বিকল্প হিসেবে দেশী ব্যবসায়ীদের দাড় না করতে পারবেন, ততক্ষণ আপনি কর্পোরেটোক্রেসি থেকে বাঁচতে পারবেন না।
প্রথম যেটা বললাম- মানে ১ আর ৩ যেন সংযুক্ত না হতে পারে, এজন্য মধ্যবর্তী অংশে বাধা প্রদান।
মধ্যবর্তী মানে সরকার। সরকারকে কিভাবে বাধা দিবো ?
সরকারকে বাধা দেয়া মানে হলো- সরকারের মনোপলি বা একচ্ছত্র অধিকারকে খর্ব করতে হবে।
যেসব স্থানে সরকার একচ্ছত্র আছে, সেখানে সরকারের পাশাপাশি দেশী বেসরকারী সংস্থা/কোম্পানিকেও সুযোগ দিতে হবে।
যাকে আমি বলছি ‘প্রাইভেটাইজেশন’।
সরকার কাজ করুক, কিন্তু সরকারকে দেশী ব্যবসায়ীদের সাথে প্রতিযোগীতা করে আসতে হবে।
সরকার একক কোন ক্ষমতা দেখাতে পারবে না।
এটা যখন হবে, তখন সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না, বা বিদেশ থেকে এটা সেটা এনে বেশি দামে চালাতে পারবে না, কিংবা সরকারী জিনিসের কথা বলে বাজেট থেকে বিপুল পরিমাণে ভর্তুকি সংগ্রহ করে জনগণের চাল-ডালের দাম থেকে তার শোধ নিতে পারবে না। কারণ এভাবে সরকারের একচ্ছত্র অধিপত্য বা মনোপলির মাধ্যমে জনগণের থেকে চুষতে চুষতে এক সময় সরকার বিদেশীদের কাছে দেশের অর্থনীতিকে হস্তান্তর করবে, যাকে আমরা বলছি কর্পোরেটোক্রেসি।
কিন্তু এখন যদি সরকার দেশী ব্যবসায়ীদের সাথে প্রতিযোগীতায় যেতো, তবে সে একচ্ছত্র কোন ডিসিশন জনগণের উপর চাপিয়ে দিতে পারতো না। পাশাপাশি সে ভর্তুকিও নিতে পারতো না, কারণ দেশী বেসরকারী কোম্পানি যখন বিজনেস করবে, তখন সে বিজনেস করে তার স্ট্যাফদের বেতন দিয়ে লাভ নিচ্ছে। সেখানে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানকেও সেটা করতে হবে। সরকারী সেবাদানকারী একচ্ছত্র প্রতিষ্ঠান দেখিয়ে তখন সে মোটা অংকের ভর্তুকি তুলে নিতে পারবে না, যা আবার জনগণকে চাল-ডালের দাম বাড়িয়ে শোধ করতে হবে।
আমার মনে হয়- জনগণের দুটি বিষয় নিয়ে ভীতি বা অস্পষ্ট ধারণা আছে-
ক) প্রকৃত প্রাইভেটাইজেশন কি ?
খ) সিন্ডিকেট কি বা কিভাবে হয় ?
এরপরের পোস্টে সেই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।