আমার পরিচিত কয়েকজনকে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোর্স করতে। এই ছাত্ররা দিনের বেলায় কোন জব করে এবং রাতে লেখাপড়া করে। এদের টাকায় অনেকের সংসার চলে। তবে এটা ঠিক, এদের কোর্স ফি অনেক বেশি ছিলো। এক্ষেত্রে তাদের ফি কমানোর জন্য বলা যেতো।
কিন্তু আমার কাছে মনে হয়েছে- এই সিদ্ধান্তে ফলে অনেক চাকুরীজীবি ছাত্রের পেটে লাত্থি মারা হলো।
এ চিন্তাধারা সম্পূর্ণ আমার নিজস্ব। আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। এ ব্যাপারে যদি পক্ষে বা বিপক্ষে কোন মতামত থাকে, তবে অনুরোধ করবো কমেন্টে জানানোর জন্য।