বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিদেশী সম্রাজ্যবাদী সংস্থাগুলো বলছে-
১) বাংলাদেশের অর্থনীতি লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্লগপোস্ট
(https://bit.ly/2SZ21zt)
২) এশিয়া প্যাসিফিকে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি বাংলাদেশের: এডিবি
(https://bit.ly/2N0Wyo2)
৩) বিশ্বব্যাংক: ক্রমবর্ধমান প্রবৃদ্ধিতে শীর্ষ পাঁচে বাংলাদেশ
(https://bit.ly/39JE9Gj)
৪) বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখবে: বিশ্বব্যাংক
(https://bit.ly/2QuE2qy)
৫) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফের ভূয়সী প্রশংসা বিশ্বব্যাংকের
(https://bit.ly/2N1whpL)
৬) বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা ডাব্লিউআইইএফ ও এসইএসিওর
(https://bit.ly/2SZZFjZ)
৭) যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’র ঘোষনা-
বিশ্বের সেরা অর্থমন্ত্রী বাংলাদেশের মুস্তফা কামাল
(https://bit.ly/2Qu6icJ)
(https://bit.ly/2SZ21zt)
২) এশিয়া প্যাসিফিকে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি বাংলাদেশের: এডিবি
(https://bit.ly/2N0Wyo2)
৩) বিশ্বব্যাংক: ক্রমবর্ধমান প্রবৃদ্ধিতে শীর্ষ পাঁচে বাংলাদেশ
(https://bit.ly/39JE9Gj)
৪) বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখবে: বিশ্বব্যাংক
(https://bit.ly/2QuE2qy)
৫) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফের ভূয়সী প্রশংসা বিশ্বব্যাংকের
(https://bit.ly/2N1whpL)
৬) বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা ডাব্লিউআইইএফ ও এসইএসিওর
(https://bit.ly/2SZZFjZ)
৭) যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’র ঘোষনা-
বিশ্বের সেরা অর্থমন্ত্রী বাংলাদেশের মুস্তফা কামাল
(https://bit.ly/2Qu6icJ)
বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিদেশী সংস্থাগুলোর মন্তব্য সত্যিই নজরকাড়া। বিদেশীরা ভালো বললেও বাংলাদেশের মানুষ কিনতু বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। এমন কোন সেক্টর নেই যেখানে মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে না। বেকারত্ব বাড়ছে, অনেকের চাকুরী থাকলেও বেতন ঠিকমত পাচ্ছে না, দিন দিন বাড়ন্ত দ্রব্যমূল্যে জনগণের জীবন অতিষ্ঠ, ব্যবসায়ীদের যায় যায় অবস্থা, অনেকে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা পর্যন্ত করতেছে।
কথা হলো- বাংলাদেশের মানুষ যখন বলছে দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, সেখানে বিদেশীরা কেন বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় পঞ্চমুখ ?
গতকালকে একটা পোস্টে আমি বলেছিলাম- আপনি যদি ঘরে বাজার না করে, বাইরের ছেলেপেলের মোজমাস্তির পার্টির চাদা দেন, তবে ঘরের মানুষ খারাপ বললেও বাইরের ছেলেপেলে কিন্তু আপনার ভূয়সী প্রশংসাই করবে।
বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে ঠিক সে রকম।
সরকার দেশের জনগনের টাকা জনগনের জন্য খরচ না করে বিদেশী স্বার্থে খরচ করতেছে,
এজন্য দেশের মানুষ খারাপ বললেও বিদেশীরা ঠিকই তার প্রশংসা করতেছে।
বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে ঠিক সে রকম।
সরকার দেশের জনগনের টাকা জনগনের জন্য খরচ না করে বিদেশী স্বার্থে খরচ করতেছে,
এজন্য দেশের মানুষ খারাপ বললেও বিদেশীরা ঠিকই তার প্রশংসা করতেছে।
হয়ত বলতে পারেন, কিভাবে বিদেশীদের জন্য খরচ করতেছে ?
এই যে বড় বড় রাস্তাঘাট, ফ্লাইওভার, সেতু, বিদ্যুৎকেন্দ্র, পর্যটন কেন্দ্র, বিমানবন্দর এগুলো সব করা হচ্ছে বিদেশীদের জন্য,
কিন্তু এগুলো বানানোর খরচ নেয়া হচ্ছে জনগনের চাল-ডাল-তেল-নূনের খরচ থেকে। বিদেশীদের জন্য বানানো এসব আন্তর্জাতিকমানের উচ্চমূল্যের অবকাঠামোর খরচ জোগাতে গিয়ে পথের ভিকারী হয়ে পড়ছে জনগণ। এ কারণেই কিছুদিন আগে একটা স্ট্যাটাসে আমি বলেছিলাম- এত সুন্দর সুন্দর চারলেনের রাস্তা দেখে আপনি খুশি হইয়েন না, কারণ এই চারলেনের রাস্তায় আপনি গাড়ি ছুটিয়ে যাবেন, নাকি রাস্তার ধারে বসে ভিক্ষা করবেন, সেই হিসেব করে রাইখেন।
এই যে বড় বড় রাস্তাঘাট, ফ্লাইওভার, সেতু, বিদ্যুৎকেন্দ্র, পর্যটন কেন্দ্র, বিমানবন্দর এগুলো সব করা হচ্ছে বিদেশীদের জন্য,
কিন্তু এগুলো বানানোর খরচ নেয়া হচ্ছে জনগনের চাল-ডাল-তেল-নূনের খরচ থেকে। বিদেশীদের জন্য বানানো এসব আন্তর্জাতিকমানের উচ্চমূল্যের অবকাঠামোর খরচ জোগাতে গিয়ে পথের ভিকারী হয়ে পড়ছে জনগণ। এ কারণেই কিছুদিন আগে একটা স্ট্যাটাসে আমি বলেছিলাম- এত সুন্দর সুন্দর চারলেনের রাস্তা দেখে আপনি খুশি হইয়েন না, কারণ এই চারলেনের রাস্তায় আপনি গাড়ি ছুটিয়ে যাবেন, নাকি রাস্তার ধারে বসে ভিক্ষা করবেন, সেই হিসেব করে রাইখেন।
তাদের পক্ষে কাজ করার কারণেই- বিদেশী সংস্থাগুলো দেখাচ্ছে- বাংলাদেশের প্রবৃদ্ধি হচ্ছে, জিডিপি বাড়তেছে। মানে দেশে খরচ হচ্ছে।
কিন্তু কে খরচ করতেছে ? জনগণের টাকা নিয়ে সরকার খরচ করতেছে, জনগণ তো কিছু পাচ্ছে না।
অথচ বিদেশী সংস্থাগুলো সরকার ও জনগণের হিসেব এক করেই দেখাচ্ছে প্রবৃদ্ধি হিসেবে।
এই কথাটাই অর্থনৈতিক ঘাতক জন পার্কিন্স তার এক অর্থনৈতিক ঘাতকের স্বীকারক্তি বইয়ের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছিলো-বিশ্বব্যাংকআইএমএফের মত সম্র্যাজ্যবাদী আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করে মানুষকে ধোকা দেয়। জিডিপির মত এসব আর্থিক প্রশংসার পেছনের উদ্দেশ্য হলো ধোকা তৈরী করা্
কিন্তু কে খরচ করতেছে ? জনগণের টাকা নিয়ে সরকার খরচ করতেছে, জনগণ তো কিছু পাচ্ছে না।
অথচ বিদেশী সংস্থাগুলো সরকার ও জনগণের হিসেব এক করেই দেখাচ্ছে প্রবৃদ্ধি হিসেবে।
এই কথাটাই অর্থনৈতিক ঘাতক জন পার্কিন্স তার এক অর্থনৈতিক ঘাতকের স্বীকারক্তি বইয়ের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছিলো-বিশ্বব্যাংকআইএমএফের মত সম্র্যাজ্যবাদী আর্থিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করে মানুষকে ধোকা দেয়। জিডিপির মত এসব আর্থিক প্রশংসার পেছনের উদ্দেশ্য হলো ধোকা তৈরী করা্
মূল কথা হলো-
সম্রাজ্যবাদী বিদেশী সংস্থাগুলোর এত এত প্রশংসাই বলে দিচ্ছে, জনগণের সম্পদ কেড়ে নিয়ে বিদেশীদের স্বার্থ রক্ষা করছে সরকার। এ কারণে জনগনের অবস্থা দিনে দিনে করুণ হলেও বিদেশীদের প্রশংসায় ভেসেই চলেছে সরকার।
সম্রাজ্যবাদী বিদেশী সংস্থাগুলোর এত এত প্রশংসাই বলে দিচ্ছে, জনগণের সম্পদ কেড়ে নিয়ে বিদেশীদের স্বার্থ রক্ষা করছে সরকার। এ কারণে জনগনের অবস্থা দিনে দিনে করুণ হলেও বিদেশীদের প্রশংসায় ভেসেই চলেছে সরকার।