একটু আগে একজন মাওলানা সাহেবের সাথে ইনবক্সে কথা হলো,। এন.সি- ৭

Related imageএকটু আগে একজন মাওলানা সাহেবের সাথে ইনবক্সে কথা হলো,
তিনি জানালেন, ইসলাম ধর্মীয় বিধান হলো, কোন বিশেষ দুর্ঘটনার কারণেও (নদী ভাঙ্গন, ভূমিধস) যদি মসজিদের যায়গার বিলীন ঘটে, তবে মসজিদের স্থানটি দেয়াল/বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে, যেন সেই স্থানে সবাই (ধর্মীয় বিধানমতে যারা পবিত্র নয়) প্রবেশ করতে না পারে।
তার বক্তব্য হলো- কিন্তু মসজিদ স্থানাস্তর করে মসজিদের স্থানে রাস্তা/সেতু হলে সেখানে অবাধ যাতায়াত হবে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে সৃষ্টিকর্তার অনুগ্রহ নষ্ট হয়ে সড়ক দুর্ঘটনার ঘটনা আরো বাড়বে।
এ সম্পর্কে আপনাদের ধর্মীয় মতামত আশা করছি।