
তিনি জানালেন, ইসলাম ধর্মীয় বিধান হলো, কোন বিশেষ দুর্ঘটনার কারণেও (নদী ভাঙ্গন, ভূমিধস) যদি মসজিদের যায়গার বিলীন ঘটে, তবে মসজিদের স্থানটি দেয়াল/বেড়া দিয়ে ঘিরে রাখতে হবে, যেন সেই স্থানে সবাই (ধর্মীয় বিধানমতে যারা পবিত্র নয়) প্রবেশ করতে না পারে।
তার বক্তব্য হলো- কিন্তু মসজিদ স্থানাস্তর করে মসজিদের স্থানে রাস্তা/সেতু হলে সেখানে অবাধ যাতায়াত হবে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এতে সৃষ্টিকর্তার অনুগ্রহ নষ্ট হয়ে সড়ক দুর্ঘটনার ঘটনা আরো বাড়বে।
এ সম্পর্কে আপনাদের ধর্মীয় মতামত আশা করছি।