তুরাগ পাড়ে ৮টি মসজিদ ভেঙ্গে ফেলবে বলে সরকারই উদ্বোধন করলো বিশাল শ্মশানঘাট ও মন্দির কমপ্লেক্স। এন.সি-১২

তুরাগ পাড়ে ৮টি মসজিদ ভেঙ্গে ফেলবে বলে সরকারই উদ্বোধন করলো বিশাল শ্মশানঘাট ও মন্দির কমপ্লেক্স
তুরাগ পাড়ে ৮টি মসজিদ ভেঙ্গে ফেলার ঘোষণার দেয়ার পর সরকার নিজেই আড়াই কোটি টাকার শ্মশানঘাট কমপ্লেক্সের উদ্বোধন করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় হরিরামপুর শ্মশানঘাট কমপ্লেক্সের সাথে আছে কালী মন্দির। হরিরামপুর শ্মশানঘাট ও মন্দির কমপ্লেক্সের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে আছে শহীদুল্লাহ এন্ড এ্যাসেসিয়েটস এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম- মেসার্স নির্মাণ প্রকৌশলী।
উল্লেখ্য, সরকার নদীর পাড়ের নিকটবর্তী মসজিদগুলো ভাঙ্গার জন্য মসজিদ কমিটিকে নিয়মিত ওয়ার্নিং দিয়ে আসছে। কিন্তু ঠিক সেই মুহুর্তে সরকারীভাবে নদীর তীর ঘেষে শ্মশানঘাট না ভেঙ্গে আরো বড় করার উদ্যোগ দেয়ায় স্থানীয় জনগণের তীব্র অসন্তোষ তৈরী হয়েছে।
তুরাগ পাড়ে যে মসজিদগুলো ভাঙ্গার উদ্যোগ নিয়েছে সরকার-
১) ব্রীজঘাট শাহী মসজিদ
২) মিরপুর বড় বাজার জামে মসজিদ
৩) জাহানবাদ জামে মসজিদ
৪) রশীদ দেওয়ান সিনাবাড়ি শাহী জামে মসজিদ
৫) জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ
৬) তামান্না জামে মসজিদ
৭) বায়তুল আমান হামিদিয়া জামে মসজিদ ও মাদ্রাসা
৮) বায়তুন নূর জামে মসজিদ