শীতলক্ষা ব্রীজের নামে ভাঙ্গা হচ্ছে মসজিদ। এন.সি-১১

শীতলক্ষা ব্রীজের নামে ভাঙ্গা হচ্ছে মসজিদ
মসজিদের নাম বায়তুল মামুর জামে মসজিদ, স্থান- সৈয়দপুর, পাকারোড, নারায়নগঞ্জ।
ইচ্ছা করলে ব্রীজের গাড়ি যাওয়ার রাস্তা মসজিদের দুই দিক দিয়ে হতে পারতো,
কিন্তু সেই কাজটি ইচ্ছা করে উড়িয়ে দিয়ে অনেকটা গায়ের জোরেই ভাঙ্গা হচ্ছে মসজিদটি।
মসজিদটির আগের সভাপতি এই পরিকল্পনার প্রচণ্ড বিরোধী ছিলেন।
তার কঠোর বিরোধীতার কারণে অনেক দিন ধরে এই মসজিদটি ভাঙ্গা সম্ভব হচ্ছিলো না,
ফলে এক পর্যায়ে আগের সভাপতি সরিয়ে নতুন সুবিধাজনক সভাপতি বসিয়ে অতঃপর ভাঙ্গা হলো মসজিদটি।
বাংলাদেশে রাস্তাঘাট-ব্রীজ নামক অনেক উন্নয়ন (!) হচ্ছে,
কিন্তু এই উন্নয়নের নামে প্রতিস্থানেই ভাঙ্গা হচ্ছে অসংখ্য মসজিদ।
আচ্ছা ! এই ‘মসজিদ ভাঙ্গা উন্নয়ন’ কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের জন্য সত্যিই ভালো কিছু বয়ে আনবে ? কি বলেন আপনারা ??